আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

পদচিহ্ন তুমি আমাকে নিরক্ষর বলতেই পারো- কারণ তোমার ভালবাসা যে বর্ণমালায় সাজানো তার একটি অক্ষরও আমি পড়তে শিখিনি। তুমি আমাকে মুর্খ বলতেই পারো- কারণ তোমার ভালবাসার প্রতিত্তোর দেবার মতো কোন বাক্য আমি আজো উচ্চারণ করতে পারিনি। তুমি আমাকে নির্বোধ বলতেই পারো- কারণ তোমার ভালবাসা বুঝবার মতো বোধশক্তি ঈশ্বর আমাকে এখনো দেননি। অতঃপর, তুমি আমাকে ভুলে যেতেই পারো- কারণ তোমাকে মনে রাখবার মতো ভালবাসার কোন সঞ্চয় আমার হৃদয়ে কখনো ছিলনা। অবশেষে, ভালবাসার মানে খুঁজতে যেদিন পথে নামলাম, বুঝলাম অন্তহীন এই পথের কোথাও শেষ নেই। আমি মাঝপথে দাঁড়িয়ে এক দিকভ্রান্ত পথিক, পথের ধূলোয় তোমার মুছে যাওয়া পদচিহ্ন খুঁজছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।