আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্বকালীন ছুটি ছয় মাস



সরকারের নারী কর্মকর্তা-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অণুবিভাগ গত রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও ছাপানোর জন্য গতকাল তা বিজি প্রেসে পাঠানো হয়েছে। মাতৃত্বকালীন ছুটির সময় নারী কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ বেতনসহ বর্তমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। চাকরিতে তাঁরা সর্বোচ্চ দুইবার এ ছুটি পাবেন। বর্তমানে কর্মজীবী নারীরা চার মাসের মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। ছুটি বাড়ানোর জন্য ‘বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-ওয়ান) সংশোধন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, সন্তান প্রসবের পর একজন মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক হতে তিন-চার মাস সময় প্রয়োজন হয়। মা কর্মস্থলে চলে গেলে নবজাতকের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তার স্বাভাবিক বিকাশে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করাতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.