আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্বকালীন সেবা দেওয়ার অ্যাপস তৈরির পরিকল্পনা

মাতৃত্বকালীন পরামর্শ সেবা দেবে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ)। সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, মো. জুবায়ের হোসাইন এবং মো. রাসেল দেওয়ান এমনই একটি অ্যাপ তৈরির ধারণাপত্র জমা দেবেন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ। তাঁদের ধারণাপত্রের শিরোনাম ‘মাতৃত্ব’। এখানে তাঁরা মাতৃত্বকালীন পাঁচটি সেবার কথা উল্লেখ করেছেন—গর্ভধারণ, সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ, মাসিক খাদ্যতালিকা, চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ এবং প্রসব-পরবর্তী ৪০ দিন পর্যন্ত মা ও শিশুর যত্ন। অ্যাপটি তাঁরা তৈরি করবেন জাভা প্রোগ্রামিং ভাষা দিয়ে।


ঢাকার অদূরে আশুলিয়ায় সিটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী প্রাঙ্গণে অ্যাপস প্রতিযোগিতা নিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে অংশ নিতে এসে তাঁরা এ কথা জানান।
অ্যাপস প্রতিযোগিতা ও মোবাইল অ্যাপসের নানা বিষয়ে নিয়ে সেমিনারে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. মতিউর রহমান, এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাপক তাসলিমুল হক।
শিক্ষার্থীরা সারা দিনই তথ্যকেন্দ্রে এসে নাম নিবন্ধন করেছেন। আরও একটু সময় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে জমা দিতে চান ধারণাপত্র।
বিস্তারিত:
www.eatlapps.com এই ঠিকানায়।


একই রকম আয়োজন আজ হবে ঢাকার মানারাত বিশ্ববিদ্যালয়ে। দিনব্যাপী তথ্যকেন্দ্র খোলা থাকবে। আর দুপুর দুইটায় শুরু হবে সেমিনার। —মো. রাফাত জামিল।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.