আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে র‌্যাব-পুলিশের আচরণের নিন্দা করেছে অ্যামনেস্টি

সত্যকে বলতে শিখুন.......

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপির হরতালে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ হরতালে নেতাকর্মীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৩০ নভেম্বর বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঢাকাসহ দেশের অন্যান্য শহরে র‌্যাব এবং পুলিশ হরতালের সমর্থনে বের করা শান্তিপূর্ণ মিছিলে চড়াও হয় ও বেধড়ক লাটিচার্জ করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, এতে শতাধিক নেতাকর্মী আহত হন। ওই প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ গবেষক আব্বাস ফয়েজ বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় যারা আহত হয়েছেন তাদের ন্যায় বিচার পেতে এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে সরকারের তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, মিছিলকারীদের প্রতি যথাযথ আচরণ করতে ও অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দিতে হবে। হরতালে আটক হওয়া নেতাকর্মীরা যাতে আইনি সুযোগ পান এবং আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার অনুমতি দিতে প্রতিবেদনে দাবি জানানো হয়। আহতদের চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়। এছাড়া, হরতালের আগে ও ওই দিন পুলিশের হাতে আটকদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে বিচারের আওতায় আনতে এবং অন্যদের অবিলম্বে ছেড়ে দেয়ারও দাবি জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।