আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ



বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হয়েছে গতকালের হরতাল। হরতালের পক্ষের মিছিলে পুলিশের বাধা, পিকেটারদের হামলা এবং গ্রেফতার ও আহতের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। সারাদেশের হরতালের উপর রিপোর্ট ইত্তেফাক বু্যরো অফিস, স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, সকালে বিএনপি নেতাকমর্ীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় শহর বিএনপির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ ৮ জনের নামসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়। পরে যুবদল নেতা রাশেদ আহমেদ টিটুকে গ্রেফতার করে পুলিশের অপর একটি টিম। পরে তাদের সদর থানার হাজতখানায় নিয়ে যাওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, তারা সকাল থেকে হরতাল সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান করছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।