আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে জামাত-শিবিরের ছাগুদের কাণ্ড। অ্যাম্বুলেন্সর সাইরেনের শব্দ শুনেই লেঞ্জা তুলে পালাইসে...।



চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার বিএনপির আহূত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর চারটি স্থানে মিছিল করেছে। তবে দলের নেতা-কর্মীরা রাজপথে খুব বেশি সময় অবস্থান করেননি। ঝটিকা মিছিল করেই তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এর মধ্যে একটি এলাকায় অ্যাম্বুলেন্সের শব্দ শুনেই পালিয়ে যান জামায়াতের নেতা-কর্মীরা। বর্তমান সরকারের আমলে বিএনটির ডাকা তিনটি হরতালে সমর্থন দিলেও আজই প্রথম জামায়াত রাস্তায় নামে।

এ নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা ছিল। বেলা ১১টার দিকে মতিঝিল থানা জামায়াতের উদ্যোগে মতিঝিলে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। হঠাত্ মিছিলের পেছন দিক থেকে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স আসে। সাইরেনের শব্দ শুনে পুলিশের গাড়ি মনে করে পেছনের দিকে না তাকিয়েই পড়িমরি করে আশপাশের গলি ধরে মিছিলকারীরা পালিয়ে যান।

এর আগে অবশ্য হরতালের পক্ষে ও সরকারের বিপক্ষে নানা উত্তেজক স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম জানান, মতিঝিল থানা জামায়াতের আমির লুত্ফুর রহমান ওই মিছিলের নেতৃত্বে ছিলেন। জামায়াত আজ আরও তিনটি জায়গায় এ রকম ঝটিকা মিছিল করে। Click This Link কি হবে এই বল্দাদের দিয়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।