আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার নিদারুন প্রহসন আর ভাবনা জাগানিয়া কয়েকটি ছবি

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।

একঃ বর্তমান সভ্যতার সবচেয়ে বড় প্রহসন হলো-এখানে দাগী আসামীরা কারাগারে ফ্রী খাবার, বাসস্থানের সুযোগ পায় আর নীচের ছবির মতো লাখো শিশু প্রতিরাতে ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতের পর রাত অভুক্ত থাকে আর খোলা আকাশের নীচে রাত কাটায়। ওদের কোনো ঠিকানা নেই, ওদের কোনো আহার নেই , ওদের কোনো আশ্রয় নেই। দুইঃ নরওয়ের প্রধানমন্ত্রীর ট্যাক্সিচালানো নিয়ে আজ একটা ছবি ব্লগের পাতায়, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ার শোভা পাচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম মনে হয় উনি ট্যাক্সি ক্যাব চালিয়েই হয়তোবা জীবিকা নির্বাহ করেন।

তারপর দেখলাম , না তা না। উনার গুনকীর্তনে আজ সবমিডিয়া মুখরিত। নীচের লোকদুটোকে চিনেন কিনা দেখেন তো- এবার আরেকটি ছবি দেখুন- চিনতে পারলেন। একজন হলেন বঙবন্ধু শেখ মুজিবর রহমান। আরেকজন মহান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান।

উনারা যখন সাধারণ মানুষের কাতারে নেমে এসে নিজ হাতে কোদাল ধরেন , তখন সেটা হয়ে যায়-চাণক্য রাজনীতির কূটকৌশল। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদানিজাদের ছেড়া শার্টের একটা ছবি ফেসবুকে, নেটে লাখোবারের বেশি শেয়ার হয়েছে। ভালো খুবই ভালো। জনগণের নেতাতো এরকমই হওয়া উচিত। অথচ এদেশের একজন প্রেসিডেন্টও সাধারণ ঘরেই বসবাস করলেন।

এ দেশের মানুষকে ভালো বাসেন বলেই চারপাশে বলার মতো কোনো নিরাপত্তা রক্ষীই রাখলেন না। আর সে ঘরেই শহীদ হলেন। আরেকজন প্রেসিডেন্ট মারা যাওয়ার পর কিছুই পাওয়া গেলোনা। শুধু পাওয়া গেলো একটা ভাঙা স্যুটকেস । কিছুদিন আগে দেখলাম আমাদের বর্তমান প্রেসিডেন্ট হেঁটে হেঁটে গ্রামের একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছেন।

এসব আমাদের চোখেই পড়েনা। এবার আরকটি ছবি দেখুন- আমিতো বলবো, বর্তমান পৃথিবীর মাঝে শুধুমাত্র সন্তানের ভালোবাসায় প্রধানমন্ত্রীত্বের আসনকে একপাশে রেখে উনুনে হাড়ি চাপানোর নজির আর একটিও নেই। অন্য কোনো দেশের কেউ যদি,যেমন মনে করেন মিশেল ওবামা ঠিক এভাবে রান্নাঘরে এসে চুলো ধরাতো তাহলে আমরা বাহবায় মুখরিত হতাম। অথচ এখানেও আমরা সেই কটু রাজনীতি খুঁজেছি। সন্তানের জন্য মায়ের এ ভালোবাসাকে উদারভাবে নিতে পারিনি।

এগুলোকে আমি কি বলবো , আমাদের মানসিক সংকীর্ণতা, নাকি বিবেকের বৈকল্যতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।