আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে তিন জেলায় আটক ৩১

মঙ্গলবার হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি মসজিদ থেকে ২৩ জন, লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন এবং সাতক্ষীরার আশাশুনিতে তিনজনকে আটক করা হয়েছে।
বেলা ১১টার দিকে কাঁচপুর এলাকার সেনপাড়া জামে মসজিদে ‘গোপন বৈঠক’ চলাকালে জামায়াত-শিবিরেরকর্মী সন্দেহে আটক করা হলেও আটককৃতদের দাবি, তারা তাবলীগের সদস্য।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, হরতাল চলাকালে নাশকতার বিষয়ে আলোচনার সময়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে দ্বীন ইসলাম নামে একজন জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সক্রিয় সদস্য।
তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
মঙ্গলবার সকাল থেকেই জামায়াত-শিবিরকর্মীরা লক্ষ্মীপুর জেলার রায়পুর-ঢাকা ও লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে রাখে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আলতাফ হোসেন বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
হরতালের শুরুতেই আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোশারফ হোসেন ও শিবির নেতা মহিদুল ইসলাম এবং জামায়াত নেতা আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।