আমাদের কথা খুঁজে নিন

   

হিমালয় নিয়া ত্যানা প্যাচানি মনে হয় শেষ (মন খারাপ)

অ আ ক খ

মনডা খুবই খারাপ (গালে হাত দেয়া ইমো হইব) নতুন কিছু নিয়া প্যাচানি শুরু করা দরকার। বাংলাদেশের ক্রিকেট নিয়া হইতারে। সাকিব কাইলকা ক্যান সেঞ্চুরি মারল আগে কেন মারে নাই সেইডা নিয়া গবেষণা হইতারে। আমি একটা সিরিজ লিখবার চাই: ১) কিছু কিছু প্রবাসী কেন সুপিরিয়র কমপ্লেক্সসিটিতে ভুগে? ২) কেন যারা দেশে থাকে তাদেরকে আন্ডারএস্টিমেট করে? ৩) দেশী লোকের থেকে বিদেশীদের মতামত বেশী গুরুত্ব দেয় বা উকিল মানে? আছেন কোন ভাইবেরাদার বা সাইকোলজিস্ট যে আমারে একটু সাহায্য করতে পারেন। মন্তব্যের ঘরে দুই-একলাইন বা ইমেইলে/চ্যাটে যেইটা সুবিধা হয়। জয় বাংলা!! বাংলাদেশ জিন্দাবাদ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।