আমাদের কথা খুঁজে নিন

   

হিমালয় চূড়ার মিথ্যাবাদী রাখালেরা



একদিন আমাদের উপাসনালয়গুলো চলে যাবে মিথ্যুকসমগ্রদের দখলে। যারা
কখনও দেখেনি পাতাল-তারাও গোণতে থাকবে ভূগর্ভে বালির স্তর। যারা
চূড়া বানান লিখতে গিয়ে লিখেছিল 'চুরা' তারাও দাবী করবে আরোহণ
করেছিল হিমালয়ের শিখরে। আর কিছু মিডিয়াবাজ তস্করেরা তালিয়া
বাজাতে বাজাতে বলবে- আসুন, আসুন আমরা দেখাতে জানি অপুর্ব
ভানুমতির খেল! আমরা রাতারাতি কম্যুনিজমের খোলশ পাল্টে সাজতে
জানি সুশীল বুদ্ধিজীবী। পারি, আরও পারি - ঝুলিয়ে দিতে কবির তকমা।

কেউ কেউ আলো দেখবে বলে দৌড়ে গিয়ে প্রথমেই দাঁড়াবে সেই অসমতল
কাঠের বেষ্টনীতে। যারা বদলে দেবে বলে এর আগে খুলেছিল গৃহপালিত
সারমেয়দের খোয়াড়- তাদের কর্মকাণ্ড দেখে কেউ কেউ বেদনায় পালাতে
চাইবে অন্য কোনো দেশে। মিথ্যুকেরাই বিজয়ী হয় না- এমন পোষ্টার হাতে
একটি পাখিছানা এসে মুছে দেবে এসব বদলকারীদের দুষ্ট অপছায়া।

॥ নিউইয়র্ক / ৩০ মার্চ ২০১৪ ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।