আমাদের কথা খুঁজে নিন

   

অসঙ্গতি। (রম্য কিন্তু ১৮ +)

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

এইটা একটা সাধারন কিন্তু অচলিল পোস্ট। ১৮ বছরের নিচে কারো পরা নিষেধ।

ছোট বেলায় যখন আম্মার সাথে রিকশায় করে গভঃ ল্যাব স্কুল এ যেতাম তখন হাতি রাস্তা এলিফ্যান্ট রোড দিয়ে যাওয়ার সময় (তখন রিকশা যাওয়ার পারমিশন ছিল) একটা অদ্ভুত দোকানের নাম চোখে পড়ত। দোকানের নাম বেঈমান হোমিও হল। কে? কি? কেন? কবে? কি জন্য! এরকম একটা নাম রাখল ঠিক বুঝতে পারতাম না। এমনিতে কোন দোকানের নাম যদি সাধু বিতান কিংবা হাজী মুহম্মদ মোহসোন হোমিও হল রাখা হয় তাহলেও দেখা যায় দোকানীরা বেঈমান টাইপেরই হয়। চান্স পাইলেই ঠকায় দিবে।

কিন্তু কেউ সেধে সেধে দোকানের নাম বেঈমান হোমিও হল রাখতে পারে জানা ছিলনা। দোকানের এবং পন্য সামগ্রীর এরকম মজার নাম আমার সব সময় দারুন লাগে। বিটিভিতে একসময় বিজ্ঞাপন দেখতাম পঁচা লন্ড্রী সাবান। সাবান পঁচা কিন্তু সাবান নাকি একনম্বর। আমার বেশ আগ্রহ ছিল জানার ব্যাপারে এরকম নামকরনের কারন কি? এটা কি কোনো ট্রিক্স? নেগেটিভ নাম রাখলে পজিটিভ ইফেক্ট হবে।

ঢাবি এর একটা বাস এর নাম উল্লাস। ঢাবি এর বাস গুলার নাম থাকে। যেমন আমার রুটের যেটা সেটার নাম কিঞ্চিত। যেহেতু আমাদের মন অশ্লীলতায় ভরপুর তাই মাঝে মাঝে কিঞ্চিত এর ই-কার টা ও-কার হয়ে যায়। বাস না আসলে মেজাজ গরম হলে সেভাবেই ডাকা হয়।

তবে ঘটনা উল্লাস নিয়ে। প্রতিটা বাস এর কমিটির লোকজন থাকে। কোন এক কারনে তাদের কেউ একজনের পিতা গত হয়েছিল। স্বাভাবিক বাসেই বাস এর জানালায় সেটা টানিয়ে দেওয়া হয়। আমাদের অমুকের বাবা মারা যাওয়ায় আমরা মর্মাহত।

এখন আমার এক বন্ধু এটা পড়ার পর শেষ লাইন আর পড়তে পারছেনা। কারন সেখানে লেখা “ শোকাহত উল্লাস পরিবার”। নামের এরকম একটা কন্ট্রাস্ট যে কিভাবে হয়ে গেল!! ঝামেলার কোন শেষ কখনই নাই। একছেলের গার্লফ্রেন্ড এর নাম কেয়া। তার জন্য ইত্যাদি দেখা কঠিন ছিল।

কারন ইত্যাদিতে এ্যাড যে খালি একটাই দেখাইতো। কেয়া গ্লিসারিন লন্ড্রী সাবান। এক কাপড়ে কাপড় কাঁচা সেই সাবানে গোসল। কিন্তু ঐযে পোলাপাইন সবার মন অশ্লীলতায় ভরপুর। এক সাবানে কাপড় কাঁচা সেই সাবানে (বিপ)চা – এরকম ভাবে তার সামনে অনবরত গাওয়া হলে কার আর সহ্য হয়।

এইখানে (বিপ) মানে একি সেটা কেউ বুঝতে না পারলে লেখক বলতে বাধ্য নয় সেটা আগেই বলে রাখলাম। বিটিভিতে অনেক আগে একটা এ্যাড দেখাতো কারো মনে আছে কিনা জানিনা। আমি তখন খুব ছোট। এক লোক যদি তার বউয়ের জন্য বৌরানী প্রিন্ট শাড়ী কিনে না আনলে বৌ দৌড়ানী দিবে এইরকম সিরিয়াস ব্যাপার। আমার মনে হয় এত হিলারিয়াস এ্যাড খুব কম দেখেছি।

লোকটার পিছনে লেখা থাকে। সেটা দেখে রিকশাওয়ালা থেকে অফিসের বস সবাই বলে আজ বাসায় ফিরার সময় বউয়ের জন্য জানি বৌরানী প্রিন্ট শাড়ি নিয়ে আসা হয়। লোকটা বেশ অবাক হয় (কৌতুক অভিনেতা আনিস) এবং বলে ঘরের খবর পড়ে জানল ক্যামনে? সম্প্রতি একটা খবর দেখুলাম। ব্রিটেন এ ১৩ বছরের এক ছেলে যাকে দেখতে অনেকটা ৮ বছরের মত লাগে সে একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সে তো আর দেয়নি সে যার সাথে আকাম কুকাম করসে সে দিসে আর কি।

দেখে তেমন একটা অবাক হলাম না। একটা জোক শুনেছিলাম। কেজিতে পড়া এক ছেলে তার ম্যাডামকে গিয়ে বলে ম্যাডাম বেবিদের কি বেবি হয়? ম্যাডাম জবাব দেন , না। কেজিতে পড়া ছেলে তার গার্লফ্রেন্ড কে গিয়ে বলে, দেখলা তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলা। আমার ধারনা এইটা এখন জোক এর লেভেলে নাই।

বলা যায়না ঐ ১৩ বছরের বাপ আবার ১৮ বছরে দাদা হয়ে গেলে!! ছোটবেলায় আমাদের এলাকায় বেলুন ওয়ালা আসলে আমরা সবাই বেলুন কিনতাম। একবার আমাদের একজন যার নামটা ভুলে গিয়েছি সে বেলুনওয়ালা না আসায় বেশ মন খারাপ করল। বেলুন ওয়ালা কোনোকারনে কয়েকদিন আসতে পারেনি। তখন আমাদের বয়স কোনভাবেই ৮-৯ এর বেশি না। ছেলেটা হটাৎ একদিন উদ্ভট টাইপ বেলুন নিয়ে আসলো।

আমরা সবাই অবাক কিরে কি বেলুন এটা। সে বলে উঠল আরে তোরা সবাই গাধা। এইটা আমি পাইসি এক জায়গা থেকে। রাজা বেলুন। ফার্মেসিতেও পাওয়া যায় কিন্তু আমারে দেয় না।

যাই হোক আমাদের যুগ এর ব্যাপার ভিন্নছিল। এখন হলে হয়ত তাকে ফার্মেসিতে গেলে সেধে সেধেই রাজা বেলুন দিয়ে দিত। অশ্লীলতায় ভরা এই পোস্ট শেষ করার আগে একটা জোক দিয়ে যাই। জোকটা আমার খুব প্রিয়। একবার এডাল্ট জোক এর একটা পোস্ট দিয়েছিলাম বিশেষ কারো কারো প্রবল আপত্তির মুখে সেই পোস্ট ড্রাফট করে দিয়েছিলাম।

এক পোলার কথাবার্তায় কোনোই লাগাম ছিলনা। মানে যে সে শুধু খারাপ কথা বলত ব্যাপারটা তা না। সে চাঁপা মারত। সেই চাঁপার আর কি কোন লাগাম ছিলনা। একবার বন্ধুদের সার্কেল এ সে আসল।

আর তার সভাব সুলভ চাঁপাবাজি শুরু করল, “আরে দোস্ত কয়েকদিন আগে শিকার করতে গেসিলাম। জঙ্গলে ঢুকলাম দেখি একটা বাঘ। জানস ই তো আমার ভয়ডর বইলা কিছু নাই। এক থাবর দিলাম বাঘ মইরা গেল। এখন পুরা বাঘ টা ক্যামনে নেই? এক থাবা দিয়া বাঘের পা আলাদা করলাম।

পা টা কান্ধে ঝুলাইয়া হাটা শুরু করলাম। এরপর কিছুদূর গেলাম দেখলাম একটা সিংহ। এখন জানসই তো আমার ভয় ডর বইয়াল কিছু নাই। এক লাথি মারলাম সিংহ মইরা গেল। এরপর সিংহের পা আলাদা করলাম।

দুই পা দুই কান্ধে ঝুলাইয়া হাটতে লাগলাম” ………….. কথা বার্তার এই পর্যায়ে সে চাঁপাবাজ পোলার মোবাইল বেজে উঠল। ১ মিনিট মোবাইলে কথা বলল। অন্য বন্ধুরা অপেক্ষা করল। তারপর মোবাইল রাখার পর চাঁপাবাজ পোলাটা বলল, আমি জানি কি বলতেসিলাম? তাকে ধরায় দেওয়া হইল, ঐ যে দুই পা দুই কান্ধে? …….. ছেলেটার মনে পরল, ও হা, তারপরে যা চু(বিপ)লাম। আচ্ছা ঠিক আছে আরেকটা জোক।

এক ব্যাবসায়ী তার কারখানায় নতুন মেশিন এনেছে। মেশিনে নাকি একদিক দিয়ে শুয়োর ঢুকাইলে আরেক দিক দিয়ে জুস বের হয়। ব্যবসায়ীর ছেলে বাপরে খালি ধরা খাওয়াইন্না প্রশ করে। পোলা বলল, বাপ এমন কোন মেশিন নাই যে জুস ঢুকাইলে শুয়োর বাইর হয়। বাপ বলে, আছে না!! তোর মা।

ভাল কথা আবার পুরানো প্রসঙ্গে ফিরে যাই। ১৩ বছরের ছেলে না হয় বাচ্চার জন্ম দিসে কিন্তু বাধন আপার জামাই নিয়া তো আমি টেনশন এ পড়ে গেলাম? ইনি পারবে তো!! সবাই কিন্তু হুসাইন মোঃ এরশাদ হয় না। যাক অনেক ফালতু প্যাচাল পারলাম। এখন পড়ালেখা করতে যাই। পড়ালেখার বিকল্প কিছু নাই।

কারন কবি বলেছেন - পুথিগত বিদ্যা আর প্রভা-হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কাজেই জ্ঞান অর্জন করা জরুরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.