আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম ধারণা সব সময় ঠিক হয় না।

স্ববিরোধিতা আমার পছন্দ নয়। সর্বদা স্রোতর পক্ষে চলা আমার স্বভাব নয়। সব পুরাতন বাতিল নয়। চলার পথে সহযাত্র্রীরা সম্পদ। পরামর্শের মত সাহায্য নেই।

সব চাইতে অসহায় সেই ব্যক্তি যার কোন ভ্রাতৃ-প্রতিম বন্ধু নেই। কিন্তু আরো অসহায় সেই ব্যক্তি যে এহেন বন্ধু পেয়ে হারায়

ঘটনার প্রথম অংশ বলি। আমার স্ত্রীকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বরিশাল মেডিকেল কলেজের রেজিষ্ট্রারার ছিলেন। ভোরে লঞ্চ থেকে নেমে তার বাসায় গিয়েছিলাম।

ডাক্তার ভদ্রমহিলা সকালে রোগী দেখতেন না। কিন' দূর থেকে এসেছি এভাবে অনুনয় বিনয় করায় তিনি আমাদেরকে সকালে দেখতে রাজী হলেন। আমার স্ত্রী একটু সাদাসিধা। আমি আবার একটু সাবধানী্‌। তাই তিনি (আমার স্ত্রী) আমার উপর নির্ভর করেন (ইদানিং তিনি কিছু কিছু বিষয়ে নিজে বুঝতে শিখেছেন)।

আমরা একটু সাবধানী হলাম। ডাক্তারের কাছে রোগের বর্ণনা দিতে কোন কোন বিষয় আমরা ভুলে যেতে পারি মনে করে আমরা রোগের লক্ষনের বর্ণনা কাগজে লিখে নিয়ে গিয়েছিলাম। বুদ্ধিটা অবশ্য আমারই ছিল (আমার স্ত্রীর নয়)। ঘটনার প্রথম অংশ এটুকুই। কর্ম জীবনে আমাকে বিভিন্ন গ্রুপের সাথে কাজ করতে হয়।

তাদের সাথে মত/ভাব বিনিময় করতে হয়, অভিজ্ঞতার share করতে হয়। আমি যখন audience এর কাছে প্রশ্ন করি “বলুন তো! বুদ্ধিটা কেমন ছিল?” তখন চালাক লোকেরা (চালাক লোকেরা সহজে সহজ প্রশ্নের উত্তর দেয়না বা উল্টো উত্তর দেয়) ব্যতিত সকলেই বলেন, “ঠিকই ছিল”, “ভালই ছিল”, “বুদ্ধিমানের কাজ হয়েছিল” ইত্যাদি ইত্যাদি। এর পর আমি ঘটনার দ্বিতীয় অংশ বলি। অভিজ্ঞ ডাক্তার আমাদের কাছ থেকে কাগজটা নিয়ে হাতে মুচড়ে বাজে কাগজের ঝুড়িতে ছুড়ে ফেলে দিলেন। আর বললেন, “কেউ কি কখন ব্যথার কথা ভোলে? রোগ হ’ল একটা ব্যাথা।

যা মনে আছে তাই বলুন। তাই আপনার রোগের লক্ষন। লেখা কথাগুলোর মধ্যে অপ্রয়োজনীয় উপাদান থাকতে পারে। যেমন ধরুন অনেকক্ষন ধরে একই জায়গায় একইভাবে বসে থাকার জন্যে কোমরে ব্যাথা করে উঠল। আপনি ভাবলেন এটা আপনার রোগের লক্ষন আর লিখে আমাকে দিলেন এবং আমি তা বিবেচনায় এনে চিকিৎসা দিলাম।

বলুন তখন আপনার আসল রোগের কি হবে?” আমরা লজ্জিত হ’লাম। ডাক্তারকে আমরা ধন্যবাদ দিলাম। Audience এর কাছে এ দ্বিতীয় অংশ বলার পরে তারা তাদের মত বদলায়। তরা বলতে থাকে, “হ্যা, এটাই ঠিক। আমাদের আগের মতটা তো ঠিক ছিল না।

একই বলে অভিজ্ঞতা। ” এটা প্রায় ১৫ বছর আগের কথা যা আজও আমার মনে নতুনের মত জ্বল জ্বল। আমি এ কথা বহু বার বহু জায়গায় বলেছি। আজও বললাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.