আমাদের কথা খুঁজে নিন

   

আমার ধারণা



অনেক দুঃখের সাথে লক্ষ করলাম আজনবী ভাইয়ের নেতৃত্বে বেশ কয়েকজন ব্লগার আমার জেন্ডার পুরুষ এটা প্রমাণের (অপ)চেষ্টায় নেমেছেন। কারণটা ধরতে পারছিনা। তবে এই উদ্ভট ধারণাটা ভাঙ্গার একটা চেষ্টা করেছি এখানে - Click This Link পাশাপাশি আরো একটা কল্পিত গল্প ফাঁদারও চেষ্টা করেছেন আমি নাকি একজন পুরনো ব্লগার!!! এসব কষ্টকল্পনায় সময় নষ্ট না করে আমার ধারণা আপনাদের যার যার স্বীয় দায়িত্বের প্রতি মনোযোগী হলে ভালো হয়। শুদূ একটা উদাহরণ দিচ্ছি - আমি ইমোটিকনের অর্থ বুঝিনা বলেই এখনও পর্যন্ত কোন পোষ্টেই ব্যবহার করতে পারিনি। আমার ধারণা এমন একজন ব্লগারকেও খুঁজে পাওয়া যাবেনা যে এই দুরবস্থায় আছে।

যাক। আসলে ছোটবেলা থেকে বাংলাদেশের একজন মেয়ে হওয়ার অপরাধে (?!) অনেক রকম বাজে কমেন্ট / ঈভটিজিং এর শিকার হয়েছি তবে সত্যিই এধরণের টিজিং এর মুখোমুখি হইনি কখনো। এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে। আমি সা.ইনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম মন্দিরার এই লেখাটা পড়ে Click This Link একারণে যে এখানে খুব ভালো করেই নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করা যায়, নিজস্ব ভাবনাগুলো শেয়ার করা যায়, ভাগাভাগি করে নেয়া যায় দূঃখগুলো - মনের ভেতর চেপে না রেখে প্রকাশ করে ফেললেই যেহেতু মন কিছুটা হাল্কা হয়ে যায়। কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে এখানে মনের কথা প্রকাশ করা বোধহয় বোকামিই হয়েছে।

(মন্দিরাদি, স্যরি তোমার লেখা পড়েও ধন্যবাদ না জানানোয়। আসলে তোমার লেখাটা পড়ে এতোটাই আপন মরন হচ্ছিলো তোমাকে যে ভেবেছি ঋণী থাকতেই আমার ভালো লাগবে। তাই এখনো ধন্যবাদ দিচ্ছিনা। )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.