আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব-গেইলের লড়াই আজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ জ্যামাইকা তালাওয়াসের মুখোমুখি হচ্ছে বারবাডোজ ট্রাইডেন্টস। পরিষ্কার করে বললে, লড়াইটা হবে ক্রিস গেইল বনাম সাকিব আল হাসানের মধ্যে। জ্যামাইকাকে সেমিফাইনালে নিয়ে যেতে যেমন বড় অবদান ছিল অধিনায়ক ক্রিস গেইলের, তেমনি বারবাডোজকে নিয়ে যেতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ভূমিকাও কম নয়। দুই-দুটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। এক ম্যাচে তো ৬ রানে ৬ উইকেট নিয়ে সিপিএলে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তা ছাড়া এখন পর্যন্ত এ প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও সাকিব। সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। ১৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আমাজানের বোলার সেন্টকি। বল হাতে সফল হলেও ক্যারিবীয় দ্বীপে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। কিন্তু বোলিং তিনি কাইরন পোলার্ডের প্রধান ভরসা। তাই ফাইনালের টিকিট পেতে সাকিবের দিকেই তাকিয়ে বারবাডোজবাসী।

মারকুটে ক্রিস গেইলকে তো বলা হয় টি-২০'র 'রাজা'। কিন্তু জ্যামাইকার দায়িত্ব কাঁধে নিয়ে নামের প্রতি মোটেও সুবিচার করতে পারছেন না তিনি। সাত ম্যাচে কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরিও মাত্র একটি। তবে গেইল রান করুক না করুক তার দলে থাকাটাই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। কেননা গেইল একাই ম্যাচকে বের করার সামর্থ্য রাখেন। গেইল একবার শুরু করলে তাকে থামানো কঠিন। আজ যদি জ্যামাইকান তারকার ব্যাট একবার হেসে উঠে তাহলে বারবাডোজের কপালে দুঃখ অবধারিত। তাই আজ পরীক্ষার সম্মুখীন হতে হবে সাকিব আল হাসানকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.