আমাদের কথা খুঁজে নিন

   

নারিকেল জিঞ্জিরা

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

আমি আমার সাধ্যমত এখানেই আসি প্রবাল কারুকাজে করি স্বপ্নের আঁকাআঁকি ভয়ানক নিখাদ মানুষের কাছাকাছি আসা যায় এ বালুকায়।। তোমরা দূরদেশ ভ্রমণের গল্প করো অপেরা নায়াগ্রা ওয়াটার ফলস তোমাদের কাছে বড়ো আমি আমার সাধ্যমত এখানেই আসি দেখি প্রতীচীর তুলোর মত নরোম মেঘে সূর্যের নিস্প্রভ হাসি। নীল আকাশ নীল জলারণ্যে নীল নীল ঢেউ সহস্রমাইল জলস্নাত বাতাস আমায় আর কি দেবে কেউ? বক্ষ টানটান করে নিঃশ্বাস নিতে আসি এ জিঞ্জিরা ছেড়ে আমার বসতঘর যন্ত্রণাময় পিঞ্জিরা। এ বালুকায় আমি আর একটা মাদুর শুয়ে থাকি আকাশের তারাগুণি,সাইসাই গান শুনি বাতাসের একা,একাকি। ঢেউয়ে ঢেউয়ে চাঁদ চিকচিক করে নাচে ঢেউ নাচে চাঁদ নাচে, ঢেউ নাচে চাঁদ নাচে। সুদূর সমূদ্রে জাহাজে,মাছধরার না'য় মিটমিট জ্বলে জোনাকী,আর মঙ্গলকামনায় কাঁদে বধূরা প্রভুর পায়। চারদিকে আমার ঢেউ ,ঢেউয়ের ছলাৎ ছলাৎ সুরে আকাশে সাদাকালো মেঘ যায় সরে দূরে আরো দূরে। মনে হয় আমি আছি ভেলায় চলছি ভেসে অজানা দূর দেশে। এ আমার ভেলা ,এ এক মায়া, প্রেমময় জিঞ্জিরা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.