আমাদের কথা খুঁজে নিন

   

নারিকেল বাগান আর সুটকী পল্লী

নিরব যোদ্ধা।

নারিকেল বাগান কয়েক যুগ পুরানো এই নারিকেল বাগান কুয়াকাটার পূর্বপার্শ্বেই অবসি'ত। বহুকাল আগে বরিশালের ফয়েজ মিয়া নামে একলোক সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে এই নারিকেল বাগান প্রতিষ্ঠা করেছিলেন। বাগানের ভিতরে বেশ কিছু পিকনিক স্পট আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পিকনিক করার জন্য মানুষ এখানে আসে।

এই বাগানের ভিতরের পরিবেশ খুব সুন্দর, বাগানটিতে অনেক নারিকেল ফলন হয়। একসময় এখানে প্রায় লক্ষাধিক নারিকেল গাছ ছিল। সুটকী পল্লী কুয়াকাটা থেকে ২ কিলোমিটার পশ্চিমে শুটকী পল্লী। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকী তৈরী করে দেশ বিদেশে রপ্তানী করা হয়। অনেক সময় ৫ থেকে ৬ মণ ওজনের সামুদ্রিক মাছ দেখা যায় এখানে।

তাছাড়াও শাপলা পাতা, হাঙ্গর, লইটকা সহ আরও জানা অজানা মাছ দেখা যায়। সেই সাথে কিভাবে প্রাকৃতিকভাবে শুটকী তৈরী হয় তাও দেখতে পাবেন। পছন্দ হলে শুটকি ক্রয় করাও সম্ভব। মহীপুর কুয়াকাটা যাওয়ার আগের ফেরীঘাট। অর্থাৎ কুয়াকাটা থেকে দেড় কিলোমিটার।

কেউ যদি ফিশিং এবং মাছের আড়ৎ দেখতে চায়, তাহলে খুব ভোরবেলা যেতে হবে। এখানে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ কোটি টাকার সামুদ্রিক মাছ ক্রয় বিক্রয় হয়। তাছাড়া জেলেদের জীবন যাপন ও মাছ ধরার কৌশল সম্পর্কে জানা যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.