আমাদের কথা খুঁজে নিন

   

হিযবুত তাহরীরের সঙ্গে যোগাযোগ মাহমুদুরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

কালের সাক্ষী

সম্প্রতি প্রকাশনা বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের যোগাযোগ আছে, এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাই হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় দায়ের করা একটি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. নুরুল আমিন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ মঙ্গলবার বিকেলে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকালেই মাহমুদুরকে এনে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। উত্তরা মডেল থানার উপপরিদর্শক আরমান আলী গত ১৯ এপ্রিল মামলাটি দায়ের করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.