আমাদের কথা খুঁজে নিন

   

একজন ভদ্দর ছেলের (ছাগু) গল্প বলি



এলাকার ভদ্র ছেলে হিসাবে বহুত সুনাম তার, সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মুরুব্বীদের দেখে সালাম দেয়, ঘরে বসে পড়াশুনা করে। অর্থাৎ দিনের আলোয় যা দেকা যায় সব কিছু সাদা তার। এলাকার সবার নয়নের মনি সে। আস্তে আস্তে তিনি কলেজ জীবনে পা দেন এবং ধর্মের বানি প্রচার শুরু করে এলাকার ধর্মপ্রাণদের আর ও প্রিয়পাত্র হয়ে উঠেন। ক্রমে তার জনপ্রিয়তার ঠ্যালায় তার বয়সী আমরা রীতিমত বিপদে কারন সারাদিন গার্জিয়ানের কাছে শুনি শুধু তার রেফারেন্স।

২০০১ সাল, কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। খুলনায় থাকতাম তাই স্থানীয় সংবাদের জন্য সবচেয়ে ভালো সোর্স ছিল দৈনিক পূর্বাঞ্চল। সকাল বেলা ঘুম থেকে উঠে পূর্বাঞ্চলের প্রথম পাতায় চোখ আটকে গেলো, আমাদের সেই তথাকথিত ভদ্র ছেলের ছবি ছাপা হয়েছে আর ও চারজনের সাথে। আগ্রহ নিয়ে সংবাদটা পড়লাম। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার এক গ্রাম থেকে পুলিশ কিছু জঙ্গিকে আটক করেছে এবং তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, বুটসহ বেশ কিছু অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার হয়েছে।

গ্রেফতার পাঁচজন এবং কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে দরটির নেতা ও রয়েছে যার নাম মাওলানা সিদ্দিকুর রহমান। প্রিয় পাঠক নিশ্চয় বুঝতে পারছেন কোন ঘটনার কথা বলছি। ঐ দিন জোট সরকারের চাপে ছেড়ে দেয়া হয়েছিল ঐ পাঁচজনকে আর তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম বাংলা ভাই নামের এক জল্লাদকে। আর আমাদের মহল্লার ঐ ভদ্র ছেলেটি ছিল তার সহযোগী।

তাই আসুন আমরা সতর্ক হই, কারন " দুষ্ট লোকের মিষ্টি মুখোশে ভুলিও না। " এরাই ছাগু, এরাই জামাত শিবির, এরাই আল বদরের নব্য সংস্করন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.