আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচা

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

জীবন গোধূলি বেলা, তপ্ত সাহারা দৃষ্টি ভ্রম তবু অজানাকে খুঁজে ফেরা। এখানকার গল্প নিষিক্ত ভ্রুণ, ক্লোন অস্তিত্ত্ব মানুষ হয়ে বাঁচার কৃচ্ছ্রতা। পাহাড়ি ক্যাকটাসে বাসা করা পাখি আবেগ বিবেগের কুটিরে বিবর্ণ মনুষ্যত্ব। দেহে ডেঙ্গুর বীজ, এইচ,আই.ভি ভাইরাস বা লিউকোমিয়ার জ্বিন; ও দিকে সাধনার চেয়ার, তারপর টেবিলের নীচে বাঁ হাত। বেঁচে থাকা তবে কিসে! দেহে নাকি মনে? ঘুনে ধরা এই সংসার আমৃত্যু অগোচর। জীবনের তরুণ সুর, বেঁচে আছি তাই বেঁচে থাকা; রাস্তায় পোলের উপর তারের জটলায় কাকের বাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।