আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচা!

মাটির মানুষ জীবনটাকে নিয়ে অনেক বার একাকিত্বের মাঝখানে দাঁড় করিয়ে ভেবেছি! ভেবেছি আইফেল টাওয়ারে জীবনটাকে দাঁড় করিয়ে ফিতে দিয়ে মাপবো!জীবন তুমি কত বড়! সবাই তখন নীচ থেকে দেখে আমি ক্ষুদ্র! আমার ফিতে ক্ষুদ্র!আর আমি নীচে দেখি সবার চোখ অশ্রু-জলে ভেজা!কান্না!চারিদিক লবন-জলের বন্যা! মরু পথের ক্লান্ত পথিককে তাজমহলে মমতাজের পাশে বসাবো ভেবে যাই আমি!সেখানে আর মমতাজ থাকে না!আমিও সেই থেকে আর যায় না! তাই ওতো-শত না ভেবে,কোনো দিক না গিয়ে,বাড়ির ছাদের উপর থেকে কাগজের নৌকায় করে জীবনটাকে লবন জলে ভাসাতে চেয়েছি! যতবার ভাসাতে চেয়েছি ততবার পিছন ফিরে দেখি,মা দাঁড়িয়ে!মা জিঞ্জাসা করে,মা তুমি কার জন্য বাঁচো?উত্তরে মা বলে তোদের জন্য! @ বাড়ি তারিখ-৩০/০১/১৩ সময়-৭ঃ৫১ সকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।