আমাদের কথা খুঁজে নিন

   

আমি কখনো এমনটি চাইনা....

© তারেক আনোয়ার
আমি একটা সিদ্বান্ত নিয়েছি । আমি আমার একটা ফুল এঙ্গেল রঙ্গিন ছবি রাস্তায় রাস্তায় বিলবোর্ডের মধ্যে লাগিয়ে দিবো । অনেকটা বিভিন্ন পণ্যের মডেলদের মত । পার্থক্য হল তাদেরটার সম্পুর্ণ খরচ বহন করে কোম্পানী, আর আমারটার আমার সমস্ত সম্পত্তী বিক্রি করা টাকা । যাতে করে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারে ।

আমাকে বলতে না হয়, " না ভাই, আপনারা যাকে খুজছেন আমি সে তারেক নই " । আপনারা হয়তো ভাবছেন আমি এসব কি লিখছি । মানুষ হাসবে যেনেও এসব কেন করবো ? তার উপর নিজের টাকা খরচ করে । এর নিশ্চই একটা কারন আছে । আমি জানি গত ৯ ই সেপ্টেম্বর শুধু মাত্র নামের মিল থাকার কারনে ক্রসফায়ারে নিহত আমাদের ঐ ভাইটিও যদি এমন হতে পারে জানতেন, তবে আমারই মত সমস্ত সম্পত্তী বিক্রি করে হলেও রাস্তা্য় রাস্তায় বিলবোর্ডে নিজের ফটোটা লাগিয়ে ক্যাপশনে লিখতেন, " না ভাই, আমি সেই বাপ্পি নই" ।

"আমিও আমার জীবনটা অনেক ভালোবাসি, আমি চাইনা আমার নামটা আমার মৃত্যুর কারণ হোক । "
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.