আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রূপে রাজধানী

zahidmedia@gmail.com

রাস্তার ওপর রিকশার ঘন্টার টুংটাং শব্দ, দু-চারটি বাস-গাড়ির সশব্দে ছুটে চলা, অল্প কিছু লোকের হেঁটে চলা এই ছিল রোববার রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের চিত্র। শুধু মতিঝিল নয়, রোববার দুপুরের পরে পুরো রাজধানী জুড়েই নীরবতা নেমে আসে। প্রতিদিন যে এলাকা লাখো মানুষের পদচারণায় মুখরিত থাকে, কালো ধোঁয়া আর যানজট যে স্থানটিকে প্রায়ই স্তব্ধ করে তোলে, যেখানে মানুষের নি:শ্বাস ফেলার ফুরসতটুকু নেই- সেই রাজধানী ঢাকার এই রূপ যেন অবিশ্বাস্য। বছরে দুই ঈদের ছুটি ছাড়া রাজধানীতে এমন দৃশ্যের দেখা পাওয়া দুষ্কর। তবে ভিন্ন চিত্র নগরীর বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে। ঘরমুখো মানুষদের ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখা যায় এ স্থানগুলোর দিকে। মিরপুরের বাসিন্দা মিনহাজুর রহমান ফোকাস বাংলা নিউজকে বলেন, প্রতিদিন রাজধানীতে যানজটের ধকল সইতে হয়। মিরপুর থেকে গুলিস্তান আসতেই প্রায় ২ ঘন্টা সময় লেগে যায়। কিন্তু রোববার গুলিস্তান আসতে মাত্র ২৫ মিনিট সময় লেগেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।