আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ায় ভুবন ভরিয়ে দেবো - ১



কিছুক্ষন আগে এক পশলা বৃষ্টি হয়ে গেলো।প্রচন্ড গরমের মাঝে খানিকটা স্বস্তি পেলাম।লিখে ফেললাম ছড়াটা। বৃষ্টি আহা বৃষ্টি ---------------- টুপুর টুপুর বৃষ্টি পড়ে, কচুপাতার পরে- ব্যাঙগুলো সব ফুলিয়ে গলা ডাকছে নিজের ঘরে। গাছগুলো সব হচ্ছে নতুন আকাশ জলে নেয়ে- ঘরের মধ্যে কাঁদছে বসে ছোট্ট একটি মেয়ে। মেঝেতে সে খেলছে একা একটি মাদুর পাতি- আর যে আমি লিখবো না ভাই এই খানে মোর ইতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।