আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১ Tense লেখাপড়া খেলাধূলা আরো যত কাজ, সময়টাকে Tense বলে জেনো যুবরাজ । ইংলিশ গ্রামারে টেন্স(Tense) তিন রকম হয়, প্রেজেন্ট, ফিউচার আর পাস্ট তারে কয় । Present Tense Present Indefinite Tense আমি পড়ি, তুমি যাও এসো মধুমিতা, রবি কাকা, খায় ধোকা গান গায় তোতা ।

যত সব কাজ আর অভ্যাস বোঝালে , Present Indefinite তাহাকেই বলে । রূপান্তরে তুমি, আমি বেশী লোক বাদে, ক্রিয়ার শেষে s বা es দিতে হবে । Present Continuous Tense ক্রিয়া শেষে তেছি তেছ যদি লেখা থাকে, Present Continuous Tense জানবে তুমি তাকে । আমি থাকলে am হয় are হয় তুমি থাকলে আর বেশি জনে । ক্রিয়া শেষে ing যোগ করতে হয়, পড়াশুনা করলে তবে জানবে সব নিশ্চয় ।

Present Perfect Tense কাজ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান, Present Perfect Tense তারই নাম । আমি থাকলে Have বসে তুমিতেও তাই, একের বেশি বাদ দিয়ে Has বসিয়ে যাই । Verb যা থাকে তার, Past Participle হয়, যদি দেখি ক্রিয়ার শেষে আছি আছ রয় । Present Perfect Continuous Tense সকাল থেকে পড়ছি বসে- পড়ছি একমনে Present Perfect Continuous Tense বলবো এটা জেনে । Have been, Has been বসাতেই হবে ।

ক্রিয়ার শেষে ing যোগ করে দেবে । Past Tense Past Indefinite Tense তুমি যখন এসেছিলে কোথায় ছিলাম আমি, Past Indefinite Tense হয় - এমন থাকলে জানি। রূপান্তরে ক্রিয়াটির Past ফরম হয় ক্রিয়া শেষে যদি দেখি ছিলাম, ছিল রয় । Past Continuous Tense তুমি তখন যাইতেছিলে আসতে ছিলাম আমি, Past Continuous Tense জানবে এমন শুনি । were হবে তুমি থাকলে আর বেশি জনে, আমি থাকলে was হবে আর একজনে ।

ক্রিয়ার শেষে ing ভুলো নাকো ভাই অনেক কথার মাঝে আমি এটা বলি তাই । Past Perfect Tense অতীত কালে দুটো কাজ একসাথে ঘটে, Past Perfect Tense সেটা জানবেই বটে । যে কাজটা আগে হয় Had তার সাথে, মূল ক্রিয়া Participle দিবে তার সাথে । পরে যেটা ঘটে তার Past Form হয় । এ কথাটা জানলে তুমি জিতবে নিশ্চয় ।

Past Perfect Continuous Tense অতীতের কোন কাজ সময় নিয়ে ঘটে, Past Perfect Continuous Tense জানবে তারে বটে । ক্রিয়ার সাথে ing যোগ করতে হয়, তার আগে Had been বসাবে নিশ্চয় । Future Indefinite Tense শিখব আমি পড়ব আমি পাশ করবে রিনি । Future Indefinite বলে এদের জানি । আমি আর আমরা থাকলে Shall বসাতে হয়, অন্য সব জায়গাতে Will নিশ্চয় ।

Future Continuous Tense ভবিষ্যতে কোন কাজ চলতেই থাকবে, Future Continuous Tense তাকেই বলবে । shall be, will be হবেই বসাতে, ক্রিয়া শেষে ing যোগ করবে তাতে । Future Tense Future Perfect Tense ভবিষ্যতে দুটো কাজ এক সাথে হয় Future Perfect Tense তাহারেই কয় । Shall Have, Will Have লিখতে হবে যেমন মূল ভার্ব এর Past Participle করতে হবে তেমন । Future Perfect Continuous Tense ভবিষ্যতে কোন কাজ চলবে সময় ধরে, Future Perfect Continuous Tense বলবে তুমি তারে ।

Shall have been আর Will have been ক্রিয়া শেষে ing বসবে নিশিদিন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।