আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ায় ছড়ায় নীতিকথা-০২



৫.
অতি লোভে তাতী নষ্ট
বলে যে কথায়
আছে যার ভুরি ভুরি
সে আরও চায়!

৬.
চক চক করিলেই
সোনা তো নয়
ইচ্ছা মনে থাকলেই
উপায় যে হয়!

৭.
এক ঢিলে দুই পাখি
মারে বুদ্ধিমান
চাচা চিরকালই
বাঁচায় আপন প্রাণ!

৮.
এক মাঘে কভু বল
যায় কি শীত?
ধান ভানতে তবে কেন
গাও শিবের গীত?


বি.দ্র. এই ছড়াগুলো আমার মৌলিক রচনা নয়। প্রচলিত প্রবাদ-প্রবচন দিয়ে নীতিগুলো সবার কাছে নতুন করে উপস্থাপনের চেষ্টা মাত্র।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।