আমাদের কথা খুঁজে নিন

   

আমার এ বিক্ষোভ

রিজওয়ানুল ইসলাম রুদ্র

ভালোবাসার দীর্ঘশ্বাস জেনে নক্ষত্রের আলোয় ভরিয়েছি দু'চোখ। অথচ খুঁজে পাইনি-সেই শ্বেতপাথরের সিঁড়ি...ডানাওয়ালা আকাশের নিঃস্তব্ধ মেঘমালা; সর্ষেক্ষেতের তীব্র হলুদ ঘ্রাণ...নক্ষত্রের এই প্রাচীন আলোতেই আমার মৃত্যু হবে-জেনেও ভালোবাসার প্রাচীর তৈরী করি নি, করতে পারি নি। তুমিও পারবে কি ? হাজারো দীর্ঘশতবর্ষ পাড়ি দিয়ে কৃষ্ণগহবরে ঘাসের ছবি আঁকতে! সমস্ত ঘৃণা মুছে দিয়ে ধূসর পৃথিবীর করতলে; আমার মৃত্যুর উৎসবে সুররিয়েলিস্টিক সুমধুর সঙ্গীত বাজাতে...আমাকে আরো বেশি বিষণ্ন-হাওয়ায় একবার; শুধু একবার ছুঁয়ে যেতে...জানি না, এসব পারবে কি-না। শুধু জানি সেই গ্লাডিওলাস ফুলে এক নির্বোধ কিশোরের স্বপ্নগ্রস্ত চোখ-মিশেছিলো; যেভাবে তোমার ধূলোমাখা পায়ে ভোরের কুয়াশার মতো শূন্যতা এসে জমা হয়...তুমি হেঁটে যাও দীর্ঘ প্রশান্তিময়; ছায়াঢাকা পিচের রাস্তায়... আ-হা- কী স্নিগ্ধ সেই দৃশ্যকাব্য! আঁখি, এভাবে কখনো নক্ষত্রের মৃত্যু দেখেছ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।