আমাদের কথা খুঁজে নিন

   

রসগোল্লা ও ট্যাবলেটের সেই পুরোনো গল্প

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

দুঃখিত, পুরোনো গল্পটি আবারও বলিয়া আপনাদের বিরক্ত করিবার জন্য। কিন্তু আমি একই প্রসঙ্গের বার বার উত্থাপন দেখিয়া আর নিজের বিরক্তি চাপিয়া যাইতে পারিলাম না। গল্পটি এই রকম। এক শিশুকে তাহার মা / বাবা কোনক্রমেই ওষুধ খাওয়াতে না পারিয়া পরে ট্যাবলেটটি একটি রসগোল্লা ভিতর পুরিয়া দেয়। শিশুটি রসগোল্লা খাওয়ার পর তাহার মা/বাবা জিজ্ঞাসা করে, বাবা, রসগোল্লাটি সম্পূর্ণ খাইয়াছ তো ? শিশুটি উত্তর দেয়, রসগোল্লাটি খাইয়াছি, কিন্তু উহার ভিতর যে বিচিটি ছিল উহা ফালাইয়া দিয়াছি।

যে কারণে এই অতি প্রচলিত গল্পটির অবতারণা। অনেক জ্ঞানীগুণী লোকজন জিজ্ঞাসা করিতেছেন, একদিকে রাজাকার, অন্যেদিকে রাজাকার - আমরা কোনদিকে যাইব। শিশুটির মতো বুদ্ধি খাটান। বিএনপি ও আওয়ামী লীগ রসগোল্লা গিলতে পারেন, কিন্তু তাহাদের জোটের ভিতরে থাকা ট্যাবলেট রাজাকার ও স্বৈরাচারকে ফালাইয়া দিন। আমরা তো প্রাপ্তবয়স্ক হওয়ার শর্তে ভোটার হইয়াছি।

সুতরাং একটি শিশুর সমান বুদ্ধি আমাদের থাকিবে না - তাহা তো হইতে পারে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.