আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারী তুমি

পড়,জান,জানাও

আমার ক্যানভাসে তুমি,ইচ্ছেমত রংয়ের খেলা রংতুলির আঁচরে আমি সাজাই তোমায় ইচ্ছেমত সম্মুখে দাড়াও যখন,স্বপ্নে আসে ইচ্ছেযত সাঝবেলায় খুঁজি আমি তোমার দেওয়া স্বৃতি শত। আমার সাথে আজ পাতা ঝরেছে। অন্ধকারের চোখে রেখে চোখ, খুজেছি তোমায় আধাঁর মাঝে রাতের সাথে ভাব করেছি,তোমায় নিয়ে গান লিখে বৃষ্টি ঝরাব আকাশ ভেঙ্গে সকল স্তব্ধতা ভঙ্গ করে। ভিজব আমি আপন মনে, আর স্বপ্নে তুমি অন্য ভবে। আমার সাথে আজ চাঁদ জেগেছে।

কিরন আসে জানালার ফাঁক ধরে,নতুনের বার্তা বয়ে আমার সুরে পুরান কথা, তোমায় নিয়ে আমার ব্যাথা। আমার গীটার,আমার তুলি খোঁজে তোমার সুর আর শুধু তুমি। আমার সাথে আজ ভোরের পাখি কেদেঁছে । একা আমি আজ আনমনে,অরন্যের ফাঁকে অসহ্য করা ব্যাস্ততা ভুলে,তোমার স্বৃতি নিয়ে কেটে যাবে বাকিটা পথ। তবুও কি অনিশ্চিতের আশায় পথ চেয়ে তোমার ফেরারী পথে।

আজ আমার সাথে পথ দিন গুনেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।