আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারী মন - আনপ্লাগড

২০৫৫ সালের মানব সম্প্রদায়ের সেরা ব্লগার হলেন " ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার " এল আর বি , বাংলাদেশের খুব কম মানুষই আছে এই ব্যান্ড সম্পর্কে জানে না। এল আর বি এদেশের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড দল। ১৯৯০ সালের ৫ই এপ্রিল উপমহাদেশের অন্যতম সেরা গিটারিষ্ট আইয়ুব বাচ্চু এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা। পুরো নাম লাভ রান্‌স ব্লাইন্ড (LOVE RUNS BLIND)। প্রথমে ব্যান্ডটির নামকরন করা হয়েছিলো লিটল রিভার ব্যান্ড (LITTLE RIVER BAND) কিন্তু এই নামে অষ্ট্রেলিয়ায় অন্য একটি ব্যান্ড থাকায় পরে নাম রাখা হয় লাভ রান্‌স ব্লাইন্ড ।

১৯৯০-এর দশকের শুরুর দিকে এর যাত্রা শুরু, একটি ডবল এ্যালবাম দিয়ে। এল আর বি-র প্রথম এই ডবলস্-টি বের হয়েছিল মাধবী এবং হকার নামে। এটি বাংলাদেশ এর ইতিহাসের প্রথম ডবল এ্যালবাম। এল আর বি এছাড়াও ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি আনপ্লাগড অ্যালবাম 'ফেরারী মন’ বের করে। তাতে ছিলো এল আর বি এর ১০ টি জনপ্রিয় গান।

এল আর বি’র প্রকাশিত একক এ্যালবাম গুলো হচ্ছেঃ - এল আর বি-১ (১৯৯২), এল আর বি-২ (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), ফেরারী মন (১৯৯৬), আমাদের (১৯৯৮), বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫), স্পর্শ (২০০৮) এবং যুদ্ধ (২০১২) সালে, এছাড়া গ্রেটেস্ট হিটস ও কালেকশন অব এল আর বি নামে আরো দুটো এ্যালবাম বের হয়। এলআরবি’র বর্তমান লাইনআপে আছেন দলনেতা-প্রধান কণ্ঠ এবং লিড গিটারে আইয়ুব বাচ্চু, বেজ গিটারে স্বপন, গিটার ও ব্যাক ভয়েজ মাসুদ এবং ড্রামসে রোমেল ‘ফেরারী মন’ আনপ্লাগড এর গানগুলো চলুন শুনি – এমপি৩ লিঙ্ক ১। এখন অনেক রাত ২। ফেরারী মন ৩। সেই তুমি ৪।

শেষ চিঠি ৫। মাধবী ৬। স্মৃতি নিয়ে ৭। গতকাল রাতে ৮। পেনশন ৯।

রুপালী গিটার ১০। বাংলাদেশ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।