আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারী মন

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

মেঘ খন্ড ভেসে যেতে পারে
দূর-দূরান্তে
আমার সে ক্ষমতা কই
স্থবিরের মতো পড়ে থাকি তাই
সকাল-সন্ধ্যা গৃহ কোণে;
কিন্তু মন, সে তো তোমারই
খোঁজে বাহিরে থাকে।

প্রভাত সমীরে ভোরের পাখির গান;
বল তাকে কোথায় পেল সে-
তুমি শুনবে, কবি তাই পাঠিয়েছে
পাখি বলবে।

তোমার বাগানের ফোটা ফুল-
ও যে আমারই জেগে থাকার প্রমাণ দিবে,
লাজ নিও না, আধো রাতে
চাঁদের সাথে লুকোচুরি করার ছলে
কবির এ বন্দি মন
তোমায় যে দেখে ফিরে।

ভুলো মন তোমার
কিছুই রাখ না মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।