আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই ৯৯%, তার মানে আমরাই সব

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। দেশের পরিস্থিত খুব বিশেষ বেশেষ কারনে ক্রান্তিকালের ভেতরে ঢুকে পড়ে। তেমন একটা বিশেষ ঘটনার কারনে আজকে আমাদের একটি ক্রান্তিকাল শুরু হয়েছে। আর আমি ভাল করেই জানি আমাদের তরুণরা এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেবে। কসাই কাদেরের বিচারের রায় হবার আগে শিবিরের ছেলেপেলেরা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল।

সেই পরিস্থিতির কথা চিন্তা করে সরকার মনে হয় এইসব ক্রিমিনালদের বড় মাপের সাজা দেওয়া থেকে সরে আসল। কেন যে বড় মাপের সাজা দেওয়া থেকে সরকার সরে আসল, সেইটা সরকার জানে। আমাদের তা জানার প্রয়োজন নাই। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, রাজনীতি যারা করে তারা কতজন? তাদের সংখ্যা কত? তাদের কি চেনেন? এই সবের উত্তর যদি দেখায় যে তাদের সংখ্যা একশ-তে এক, তা হলে বাদবাকিরা তো আমরা। আমরাই তো একশ-তে ৯৯।

তার মানে তো আমরাই তো সব। শাহবাগে যারা আছেন, তারা এই কথাটা মনে রাখবেন। আমাদের দাবী এখন একটাঃ কাদের মোল্লাসহ সর রাজাকারের ফাঁসি। কিন্তু এর পরে আমাদের অনেক দাবী। আমাদের জন্য, আমাদের মত করে এই দেশকে সাজাতে হবে।

তরুন ও উদ্ভাবনী মেধাবিরা এগিয় আসুক। তারা বলুক কেমন দেশ আমাদের দরকার। আমরা আর বুড়ো নেতাদের কথা শুনতে চাই না। তাদের অনেক সময় দেয়া হয়েছে। এই দেশ শহীদরা আমাদের দিয়ে গেছেন।

তাদের সেই স্বপ্নের বাঙলা তাদের স্বপ্নের সাথে মিলিয়ে একুশ শতাব্দির উপোযোগী করা গড়ার দায়িত্ব আমাদের। আসুন, সেই যাত্রা পথে সবাই হাতে হাত ধরে চলা শুরু করি। আর শাহবাগ হোক সেই যাত্রার-শুরুর স্থান। পরিবর্তনের শুরু হোক এখান থেকেই। জয় আমাদের হবেই হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।