আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই প্রথম

sorry vai 'আমরাই প্রথম বাজারে নিয়ে এলাম গাছ-পাকা কলার চিপস। ' বিজ্ঞাপনটি দেখে খেপে গেলেন আরেক চিপস প্রস্তুতকারক কম্পানির মার্কেটিং ম্যানেজার। কালবিলম্ব না করে ফোন করলেন বিজ্ঞাপনদাতা কম্পানির মার্কেটিং ম্যানেজারের কাছে। রাগে কিড়মিড় করতে করতে বললেন, 'আপনাদের বছর পাঁচেক আগেই তো আমরা পাকা কলার চিপস বাজারে ছেড়েছি। তাহলে বিজ্ঞাপনে কোন ভিত্তিতে লিখলেন আমরাই প্রথম?' ও পাশ থেকে হাস্যকণ্ঠে জিজ্ঞাসা_'তা আপনাদের চিপস কী কলার ছিল?' রাগ সামলে উত্তর দিলেন 'একেবারে গাছ-পাকা সবরি কলার।

' এবার অট্টহাসি হেসে বিজ্ঞাপনদাতা ম্যানেজার বললেন, 'আমরা কি খামাখা লিখেছি যে আমরাই প্রথম? আপনাদের কলায় বিচি ছিল না, আমাদেরটায় বিচি আছে। এবার বলুন, আমরা ছাড়া কে আর প্রথম বিচিকলার চিপস বাজারে এনেছে?' 'আমরাই প্রথম অত্যাধুনিক পদ্ধতিতে রবীন্দ্রসংগীত শিখাচ্ছি। ' এবার চটে গেলেন প্রথিতযশা সংগীত শিক্ষালয়ের কর্ণধার। ফোন দিলেন অত্যাধুনিক সংগীতালয়ে_'আপনারাই কিভাবে প্রথম অত্যাধুনিক পদ্ধতিতে রবীন্দ্রসংগীত শেখাতে শুরু করেছেন বলে বিজ্ঞাপন দিলেন? আমরা তো বহু আগে থেকেই আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে রবীন্দ্রসংগীত শেখাই। ওপাশ থেকে উত্তর_'মশাই, খালি যন্ত্রপাতি আধুনিক হলেই হয় না, স্টাইলেও আধুনিকতা আনা চাই।

আমরা তো রবীন্দ্রসংগীতে ফিউশন আকারে র‌্যাপ ঢোকাই। ওই যে ফ্রেঞ্চকাটওয়ালা ডিজুস পোলাপান আছে না, ওদের দিয়ে মূল সংগীতের সঙ্গে সিস্টেম করে র‌্যাপ দেওয়া শেখাই। আমাদের এখানে শিখলে ডিজে পার্টিতেও রবীন্দ্রসংগীত চালিয়ে দিতে পারবে। ' বাসররাতে স্বামী নববধূকে জিজ্ঞাসা করল, 'আমার জীবনে তুমিই প্রথম। তোমার জীবনে আমি কততম গো?' স্ত্রী শতভাগ আত্দবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, 'আমার জীবনেও তুমিই প্রথম।

' তার কিছুদিন পর স্ত্রীর পুরনো ডায়েরিতে একাধিক প্রাক্তন প্রেমিকের চিঠি পেয়ে স্বামী রেগে আগুন। স্ত্রীর মুখের ওপর পত্রগুলো ছুড়ে মেরে জানতে চাইল, 'তোমার জীবনে নাকি আমিই প্রথম?' স্ত্রী এবারও আগেকার আত্দবিশ্বাস নিয়েই জবাব দিল, 'হ্যাঁ, অবশ্যই তুমিই প্রথম। ' রাগে কাঁপতে কাঁপতে স্বামী বলল, 'তাহলে এরা কারা?' স্ত্রী আঙুলে আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে জবাব দিল, 'স্বামী হিসেবে তুমিই প্রথম। আর ওরা তো ছিল বয়ফ্রেন্ড। ' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।