আমাদের কথা খুঁজে নিন

   

রমনী...

সঞ্জয় মিঠু

আমার যৌবনের সমস্ত চেতনায়, এক রমনী। তার অরুনিমা ছড়িয়ে আমাকে যাযাবর করেছে। শুক্লা দ্বাদশীর পূর্ণিমায় যেমনি মাতাল, বিশ্ব। আমি ও আকঁড়ে ধরেছিলাম আমার কর্ম, খড়কুটোর মত ভেসে গেছি সজল চোখে, তার। অর্পূব মূর্ছনা কন্ঠে, পরাজিত করত শ্বাশত কালের ধ্বনি, সুর।

যেন স্রষ্ঠা। হারিয়ে ফেলতাম ঘূর্ণি আবর্তে নিজেকে অসহায় ভাবে। সমস্ত শক্তি হয়েছিল নিঃশেষ। তবুও সে ছিল আমার সাধ্যের বাইরে দৃশ্যমান হত আলেয়ার মত, কখনও দমকা হাওয়া রূপান্তিরত হারিকেন। আমার সমস্ত অস্থিত্ব লুপ্ত হয়েছিল অন্য এক সত্ত্বায়।

অন্য ধারায় প্রবাহিত হয়েছিল। শিকার হয়েছিলাম, এক রমনীর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।