আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ১৩

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

আমাদের কুট্টি ভাই একবার সাংঘাতিক হিসাবেও নাম কিনছিলো । সত্যি বলতে কী "আজকের হুংকার!" কাগজের রিপোর্টার-এডিটর-ফটোগ্রাফার অলরাউন্ডার হিসাবে কুট্টি ভাইয়ের নাম ১৮ পয়েন্ট, কালো কালো বোল্ড হরফে ইতিহাসে লিখা থাকবো । (নিন্দুকে কয় কুট্টি ভাইয়ের ক্যামেরার অ্যাংগল সবসময়েই অভিনব ছিল । কখনো কারো ঠ্যাং, কখনো মাথা কাটা পড়তো । কখনো বা ৪৫ ডিগ্রি অ্যাংগলে হেইলা পড়তো ছবি ।

লেকিন তার ভক্তের অভাব ছিল না) কুট্টি ভাই এর একটা কাম ছিল ওয়েবে নিউজ ভাংগা । নিউজ ডেস্কে কুট্টি ভাইয়ের চ্যালা ছিল বয়রা কালু । বয়রা কালুরে নিয়া প্রায়ই প্রবলেম হইতো । ধরা যাক ফুনে ব্রেকিং নিউজ আইছে "এই মাত্র খবর এলো, গনতন্ত্র বাবা হলো!" বয়রা কালু এইটারে ইন্টারকমে এমুন ভাবে রিপোর্ট করতো "এই মাত্র খবর এলো গনতন্ত্র বিধবা হলো!" যে কুট্টি ভাই হয় তো ওয়েবে লিখা ফেললো "এইমাত্র খবর এলো গনতন্ত্র ইয়াবা খেলো!" সবই অবশ্য বয়রা কালুর দুষ । তো একদিন খবর আইলো যে কাউয়াছড়া ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকান্ড ঘটছে ।

কুট্টি ভাইরে বলা হইলো এখনই ক্যামেরা নিয়া তেজগাঁও ফ্লাইং কেলাবে গিয়া একটা পেলেনে চড়তে । পেলেনের গায়ে ০৪২০ রেজিস্ট্রেশান নাম্বার লেখা থাকবে সেইটাও জানানো হইলো । কুট্টি ভাই সাঁই কইরা ফ্লাইং কেলাবে গিয়া ধাঁই কইরা জিরো ফোর টোয়েন্টি পেলেনে চইড়া বলছে, "চলিয়ে কাউয়াছড়া ন্যাশনাল পার্ক ! উত্তর পশ্চিমে!" পেলেনও উইড়া চলছে সাঁই সাঁই । ইকটু পরেই কাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা গেল । সত্যি আগুন লাগছে জব্বর ।

ঢাকার কুনো পিকেটার দেখলে নাচবো । ক্যামেরা চ্যাগায়া ধইরা কুট্টি ভাই ফরমাইশ দিলো, 'ইকটু নীচে দিয়া যাও! ওই বড় আগুনটার কাছে দক্ষিন পূব দিক থিকা আইসা উত্তর পূবে যাবা গিয়া ! ভালো কিছু শট নিবার চাই! ভুদাইয়ের মতন চাইয়া থাইকো না!" পাইলট তবু ভুদাইয়ের মতন কুট্টি ভাইয়ের দিকে চায়া রইছে । "কী হইলো?" জিগায় কুট্টি ভাই । 'এইসব কী কথা? ক্যামেরা? শট? আমি তো ভাবছি আপনে ইনস্ট্রাক্টর! আমারে আইজ ল্যান্ডিং শিখানোর কথা ছিলো!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।