আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ৯

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

অনেকেরই হয়তো জানা নাই আমাদের কুট্টি ভাই কিন্তু এক সময় শৌখিন আবিস্কারক হিসাবেও নাম কিনছিলো! বিশেষ কইরা কলেজের নিশানার খাম্বা মাপনের পর থিকা অ্যামেচার প্রযুক্তিবিদ মহলে তার নাম বেশ বাইড়া গেছিলো । এমন কী কুট্টি এক সংক্ষিপ্ত সফরে কাকুর দেশেও গেছিলো । তো একদিন কুট্টি ভাই কপিরাইট ও প্যাটেন্ট অফিসে তার কয়েকটা আবিষ্কারের জিনিস রেকর্ড করাইতে আইছে । অফিসের ক্লার্করে কয় কুট্টি ভাই, 'গুড মর্নিং! আমি এই কয়খান জিনিস রেজিস্টার করাইতে চাই । ' 'এইডা কী ইন্দুর মারনের কল?' 'না এইডা আমার আবিস্কৃত একটা ফোল্ডিং বটল ।

আমি নাম দিছি "ফটল" । ' "ফটল"? কী বিশ্রি নাম! বানান কী ?' "Fottle." " ঠিক আছে ফটল গেল । আরও মাল আনছো না তুমি? এইডা কী ? পুলাপাইনের পেটখালাস করনের পটি?' 'না, এইডা হইতেছে ফোল্ডিং কার্টন, আমি নাম দিছি "ফার্টন," বানান Farton." ' 'ফার্টন?' তুমার মাথার ভিতরে কীরকম বিষাক্ত গ্যাস খেলা করে জানতে ইচ্ছা হইতেছে । এমন কুৎসিত নাম বাপের জন্মে শুনি নাই । বাইর করো আর কিছু থাকলে ।

' কুট্টি ভাই মাথা চুলকায় আর ইত্স্ততঃ করে আর শরমের হাসি হাসে । 'আমার এইডার নাম শুনলে তুমি শিউর টাশকি খাইবা !' 'কও!' 'যন্ত্রটা হইতেছে একটা ফোল্ডিং বাকেট । Folding Bucket, ঠিক আছে? নামডা তুমি শিউর আন্দাজ করতে পারতেছো ..শুরু হইছে 'এফ ইউ' দিয়া ..'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।