আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ১২

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

কুট্টি ভাই আর বয়রা কালু একবার চাকরির ইন্টারভিউ দিতে গেছে । লবিতে বইসা আছে চাকুরিপ্রার্থী সব উমেদার । একেকজন ফাটা মালসার মতন খোমা নিয়া বাইর হইতেছে আর পিওন আইসা ডাকতেছে 'নেক্সট!' এক সময় সব ফাঁকা, সুনসান, ভোঁ ভাঁ । শুধু কুট্টি ভাই আর বয়রা কালু বইসা আছে বাইরে । পিওন ভিতরে গিয়া রিপোর্ট করছে বাইরে কেউ নাই আর শুধু দুইটা মেকুরছানা টাইপের আবাল পাবলিক ।

বসেরা কয় "আবাল বাছতে অনেক মেহনত তো হইলো! গাঁও গেরাম উজার হইলো । এইবার ইকটু ফান করি । যারে কয় মশকরা !" কয় "ওই দুইটারে একলগে নিয়া আসো !" পিওন গিয়া হাঁক দিছে "নেক্সট!" বয়রা কালু জিগায় কুট্টি ভাইরে "কী কইলো? টেক্সট?" 'দুর কালু, কইছে নেক্সট! মানে আমাগোরে কইছে আর কী । " "আমাগোর নাম চেঞ্জ হইলো কবে আর ক্যামনে?" পিওন কয় "বাপধনেরা! বেশি ক্যাচাল কইরো না । বসেরা লাঞ্চে যাবেন ।

তোমরা হইতেছো গিয়া খাওনের আগে তাদের অ্যাপেটাইজার । " বয়রা কালু কয়, ' কী টাইগার কইলো পিওনের পুত? টাইগার বাম? আমি তো মিল্লাত বাম ইস্তেমাল করি!" 'ও কইছে তুমি রয়্যাল বেংগাল টাইগার । হইছে? এখন এক্কেরে খামোশ থাকো । ইন্টারভিউতে করতে পারে এরম পাঁচশো কুশ্চেন আমি মুখস্ত কইরা আনছিলাম । তোমার বকরবকরে সব ভুইলা যাইতেছি ।

' যাউক দু্ইজনে গিয়া বসছে ইন্টারভিউ বোর্ডের সামনে । বয়রা কালু কোন কথা না বইলাই একটা পেপারওয়েট নিয়া খেলা করা শুরু করছে । গলাখাঁকারি দিয়া একজনে জিগায়,' 'বাপধনেরা, কও চাইন সিরাজুদ্দৌলারে কেডায় খুন করছিলো?' প্রশ্নটা বয়রা কালুকে টার্গেট কইরা করা । কালু ভ্যাবাচ্যাকা খায়া কাঁচের পেপারওয়েটটা মেজেত ফালায় দিলো, 'কী? সিরাজগঞ্জ? সিরাজগঞ্জে আবার ক্যাঠায় খুন হইলো?' এইবার প্রশ্নকর্তার ভ্যাবাচ্যাকার খাওনের পালা । 'না সিরাজুদ্দৌলা ।

হেরে খুন করছে কেডায়?" 'সিরাজী..... শাইখ সিরাজ..... হাবিবুল্লাহ সিরাজী,..সিরাজুল মজিদ... এগুলার কাউরেই আমি চিনি না ভাল মতন, খুন হইলেও চিনতে পারুম না, খুনীরে চেনার তো প্রশ্নই নাই... আমার বাড়ি ফরাশগঞ্জে, সিরাজগঞ্জে না ....হুদাই ফাউল কুশ্চেন করবেন না,' বইলা পেপারওয়েটটা নিয়া খেলা করতে করতে বয়রা কালু কামরা থিকা নিস্ক্রান্ত হইলো । এতোই টাশকি খাইছিলো সবাই যে কেউ আর তারে ঠেকানোর কথা মনেই আইলো না । এইবার কুট্টি ভাইয়ের দিকে নজর পড়ল সবার । চোরের সাক্ষী গাঁটকাটা! কুট্টি ভাই গলা সাফ কইরা বলে 'আমি দুইদিন পরে উত্তর দিতেছি, কেমুন?' বইলা দুই লাফে সেও পগাড় থুক্কু রুম পার । বসেরা মুখ চাওয়াচাওই করে ।

'শিগগিরই আমাগো পাবনা থিকা ডাক্তর আনতে হইবো এইসব ক্যান্ডিডেট হ্যান্ডল করনের লাইগা । শুধু হিউম্যান রিসোর্সের লুকে পারবো না এমুন ঘাড়ত্যাড়া, মাথা নষ্টগোরে জেরা করতে । ' সেইদিন বিকালে গেদু চাচার সাথে কুট্টি ভাইয়ের দেখা । 'কী কুট্টি ? ইন্টারভিউ কেমন হইলো? চাকরি পাইবা? আমাগো কালু তো একখান সোন্দর পেপারওয়েট নিয়া আসছে!' কুট্টি ভাই মাথা চুলকায়, 'ঠিক বুঝতেছি না । মনে হ্য় হইছে ।

আমারে একটা খুনের মামলার তদন্তের ভার দেয়া হইছে । বুঝতেছি না পাটের গুদামের ইন চার্জ হওনের লগে সিরাজুদ্দৌলার খুনের কী সম্পর্ক?' 'নাকি আসামী খুঁজতেছে হেরা?' 'আয় হায়! আগে তো ভাবি নাই! হয়তো আমারেই সন্দ করতেছে ! এখন উপায়?' 'ঘাবড়াও মাত! রাজসাক্ষী হইয়া যাবা! ১ লম্বর আসামী বানাইবা পাঁচু ওস্তাগর লেনের তারা মিয়ারে! ২ লম্বর হইবো..না আরেকটু ভাইবা বলি । শোনো কুট্টি, এই লাইনে আমার অনেক অভিজ্ঞতা আছে! যে কোনো উকিলরে শিখাইতে পারি!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।