আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ৬

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

কুট্টি ভাই তার রেস্টোরেন্টের খাওনের অভিজ্ঞতা বলতেছিল ল্যাংগোটিয়া দোস্ত ভুট্টো ভাইকে । 'বুঝলা দোস ভ্যাট ম্যাট সমেত ৯৯৫ টেকা বিল আইছে । আমি দুইখান ৫০০ টেকার নোট ওয়েটাররে দিয়া কইলাম, 'যা থাকে বাকি সেইটা পকেটে ভইরো । ' খুব দিলখুশ মেজাজে আছিলাম তো!' 'বেয়ারা বেটা বেয়াড়ার মতো আমার দিকে তাকাইয়া বলে "থ্যাংকিউ স্যার । আমি কিন্তু হাত দেখবার পারি ।

হাত দেইখা কে কেমন ছিল, বা আছে বইলা দিতে পারি । ' ভাবলাম পাঁচ টেকা তো পানিতে গেল, চামে হাতখান দেখায়া নেই । দিলাম আমার বেলচা মার্কা তালু বাড়াইয়া । 'আপনার হাত দেইখা বোঝা যাইতেছে আপনে স্যার ব্যাচিলার !' 'হাচা কইছো! কথা ১০০% সত্য । তয় চিরকাল থাকুম না ।

প্রথমে চাই একটা চিরস্থায়ী সহযাত্রী । আর কিছু পাইলা?' 'আরো দেখা যাইতেছে স্যার, আপনের বাপও ব্যাচিলার আছিলেন । ' 'তুমি বিশ্বাস করবা না ভুট্টো, আমার বাপ ব্যাচিলার আছিলো শুইনা ঘরের তামাম নাদান, চামার আদমী ফ্যাঁচ ফ্যাঁচ কইরা হাসতে শুরু করল । ' 'আমি কইলাম "এইডাও পুরা সাচ বাত!" বইলা আরেকখান ৫০০ টেকার নোট বাড়াইয়া ধরলাম । 'আয় হায়! এইটা তুমি কী বললা কুট্টি!?! বইলা উঠল ভুট্টো ভাই ।

'আরে ফকিন্নির পুত তো ঠিকই কইছে, বাপে আমার ব্যাচিলার অভ আর্টস আছিলো! আমারে দেখলে কী মনে হয় আমি কুনো নন-মেট্রিকের পোলা?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।