আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ১০

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

একবার কুট্টি ভাই, বয়রা কালু আর গেদু চাচা যাইতেছে গেরামের রাস্তা দিয়া, এমন সন্ধ্যা ঘনায়া আইলো । কুট্টি ভাই কয় 'যেকানে সন্ধ্যা হয় সেখানেই মেকুরছানার ভয় । আহো, আশ্রয় তালাশ করি । ' এরম সময় ওরা সবাই দেখে সামনে এক খামারবাড়ি । সোজা গিয়া সদর দরজায় ঠকঠকাইলো তিনজনে ।

জানালা দিয়া মুখ বাড়াইলো গৃ্হস্থ, 'কোন সালার পুত?' 'আমরা তিন আহাম্মক পর্যটক । ' 'ও আহাম্মক! তাইলে ঠিক আছে । বহুত কাল এই গরিবখানায় এরম বিনয়ী লোকের পাও পড়ে নাই । আসতে আজ্ঞা হোক হে আহাম্মক ত্রয়ী !' ভিতরে আইছে তিনজনে । খাওনদাওন, নাচন কোদনের পরে লাগছে আসল ফ্যাকড়া ।

শোয়ার ঘর একটা ও তাতে বিছানা দুইখান । একজনরে বাইরের গোয়াল ঘরের টঙে থাকতে হইবো । বয়রা কালু কয় 'আমি যাই । আমি সালা তোমাদের মতন ঘিয়ের পুতুল না!' কিন্ত কীয়ের কী! ইকটু পরে দরজা খটখট! বয়রা কালু ফিরা আইছে । কয় 'সালা এক কুত্তাও আছে আছে গোয়ালের ভিতরে ।

আমার সালা কুকুরে অ্যালার্জি!' গেদু চাচা কয় 'ঝামেলা নাইক্কা আমি মুরুব্বি মানুষ, আমি যামু ওইখানে ! তোমরা শান্তিতে নাক ডাকাও!' কিন্তু ইকটু পরে হেও ব্যাক করছে । 'সালা এক গরু তো গোয়ালের ভিতরে আড্ডা গাড়ছে! আমার যে গরুতে অ্যালার্জি সেইটা জানা ছিল না !' কুট্টি ভাই কয় 'তোমাদের হইছে কী! খালি ফিরা আসতেছো আর ঘুমের ডিস্টার্ব করতেছো বেহুদা? আমি যাইতেছি!' ইকটু পরে আবার দরজা খটখট! য্যান দরজা ভাইংগা পড়বে! গেদু চাচা আর বয়রা কালু উইঠা দরজা খুলছে । দেখে একটা গরু ঢুঁ মারতেছে দরজায় আর গরুর লগে একটা কুকুর লেজ গুটায়া কুঁই কুঁই করতেছে! পরেরদিন যাওনের কালে গৃ্হস্থ কয় 'তোমরা কইছিলা যে তোমরা তিন আহাম্মক! তোমাদের মধ্যে যে একখান খাটাশও আছে সেই কথা তো কও নাই!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।