আমাদের কথা খুঁজে নিন

   

কুট্টি ভাই ৫

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

কুট্টি ভাই, তার ল্যাংগোটিয়া দোস্ত ভুট্টো ভাইয়ের সাথে আড্ডা মারতেছিলো । 'তোমার ঠ্যাংএ কী হইছে কুট্টি? পট্টি লাগানো ক্যানো?' 'আর কইও না । তুমি জানো আমার আবার উদ্ভট জায়গায় বেড়ানোর খুব হাউশ । তাই গেছিলাম কাউয়াছড়া ন্যাশনাল পার্ক । সেই খানের চৌকিদার-এমিরিটাস চৌধুরী সাব খুবই দিলখোলা সাচ্চা মেহমানদার ।

' 'তারপর?' 'প্রথমেই দেখি কদু এবং লাউয়ের তাবৎ আইটেম টেবিলে টেবিলে সাজানো । হান্ডিতে দহিবড়া, ভান্ডে সাতকড়া আর এককোনে গড়গড়া, মোটের উপর শাহী বন্দোবস্ত । ' ঠ্যাংএ দুখ পাইলা তুমি ক্যামনে?' 'আইতেছি সেইকথায় । খানার পরে চৌধুরী আমারে তার কুত্তা লাল্টুর লগে আমারে মোলাকাত করায়া দিলো । কুত্তা মিয়া হেভি জেল্লাদার চিড়িয়া, দেখলেই বুঝা যায় জাঁদরেল কুত্তা ।

আইসাই আমারে একখান মুখ ভেচকি দিলো । ' 'তারপরে?' 'চৌধুরী সাব কইলো ভয়ের কিছু নাইক্কা । লাল্টু, রইস আর খান্দানী লুকেদের মাংস টেস্ট করে না !' 'জোস কুত্তা!' 'রাখো তোমার জোস! যেই না "খান্দানী আর রইস" কইছে চৌধুরী । 'ঘাউউউ!" কইরা আমার ঠ্যাংএ লাল্টু কুত্তা দিছে এক রামকামড়!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।