আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ার নিয়া টানাটানি! চেয়ারে কেন সব করতেছে ফানাফানি!

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

কিছু দিন হইলে খুব বিপদে আছি। মাথার মধ্যকার পুকাডা আর কথা কইনা আবার এদিকে মুভি বানানোর কাথা কইছি। রোজই ব্লোগাররা আইসা গুতা মাইরা যাইতেছে কবে তাগো শুটিং। না না ঐ শুটিং না! কিন্তু এই দিকে তো আমার মাথাই পুরা লাল বাত্তি জ্বইলা আছে। এর মধ্যে আবার আমার নাম নিয়া টানাটানি চলতেছে।

কই যে যায়? একটা জোনাকিরে তো কুনু রকম পাম পোট্টি মাইরা নিক চেন্জ করাইতে রাজি কারাইছি। কিন্তু আরেক জুনাকী তো "ী" কার নিয়া গালির চোটে দুনিয়া সাদা কইরা আমারে কালার করতেছে দেইখা আমার তো হাপানী উইঠা গেছে। তার উ?পাত না দেইখা ভাবলাম যাক আমার এবার হাপ ফেলার দিন আইছে। হাপ ছাইড়া আর বেশী দিন হিপহোপ নাচতে পারলাম না। ব্লোগের এতো এতো সিরিয়াস সিরিয়াস পোষ্ট দেইখা আমি ঘাপটি মাইরা আছি।

আমি ছোট মানুষ। ঐগুলা আমার বুঝে আসে না আর আসলেও আমি কি কমেন্টে করমু বুঝিনা। বইসা আছি শকুনের লাহান কখন যে একটা বাদরামু পোষ্ট আসবে আর আমি ঝাপাই পরুম বাদরামি করতে। পোষ্ট তো আইল না আইল একটা বান্দরের এসএমএস । আমার মামাত বইন (তিমা)বয়সে আমার থেকে ৩ বছরের ছোট কিন্তু অভিমানের বেলাই ১ ট্যাকা।

ওরই খালাত বইন(নিপা) আবার আমার বান্ধবি হই। বান্ধবি হওয়ার কারনে ওর লগে যোগাযোগ ভালো রাখা হই। এই ডা আবার তিমার সহ্য হইনা। আমারে চান্দি উড়ান একটা এসএমএস দিসে । কি লিখছে দেখেন আপনারা " হাই চান্দু! কেমুন আচুনি কুটুস কুটুস ময়না পাখি? আমি গরীব বইলা ঈদে এসএমএস পাইলাম।

আর নিপা পাইল ফুন। আমি কুনুদিন নিপার মত রিচ ম্যান হইতে পারলে কথা বল। আবার খাসিয়ান(এর মানে কওন যাইব না)" পইড়া তো আমার মাথা পাক মারল একবার। কারন ঈদের দিন আমি আগে ওরে ফুন দিছিলাম কিন্তু ফুন তখন তিমার বাপ মানে আমার মামার কাছে ছিল। আর বাংলাদেশের সারভিস ভালো থাকার কারনে আমি কথা একটাও বুঝাই কইবার পারি নাই।

আমি এই দিকে চিল্লাই আর আমার মামা ঐ দিক থেকে কই "হ্যালো কিডা? হ্যালো! হ্যালো!" মনে মনে উদারে দুয়া করলাম। মামা আমারে চিনবার না পাইরা মনে হয় তিমারে কিছু কইনাই। এর লাইগা ও আমার উপর মনখানেক অভিমান কইরা আছে। কলিজাডা পলিথিনে বাইন্ধা ফ্রিজে কুল হইতে রাখলাম। আর কলেমা পইরা ফুন দিলাম তিমারে গতকাইল।

ওর গলার শব্দ শুইনা একটা ঢোক গিল্লাম। আর ওর ঝাড়ির চোটে আমি কুনদিকে মুক লুকাব সেই জাগা খুজলাম। কিন্তু ওর এক একটা কথা শুইনা মনে হইল আমার মনে হয় বাদরামির ছিট নিয়া কইদিন পর টানাটানি লাগব। আমার কজিনগো মধ্যে আমি সবার বড়। তাই নিজেরে সব সময় উস্তাদ ভাবি (মনে মনে)এখন যদি ওরা আমার থেকে বড় বানদর হইয়া যায় তাইলে আমার কি আর মুখ থাকে।

বড় চিন্তাই আছি আমি আমার পজিসন নিয়া। নিজের চেয়ার এর পায়া অন্য জনে নিয়া যায় কিনা আল্লাহ্ জানে। চোখ কান বন্দ কইরা তাই চেয়ারা যাইতা বইসা এই পুষ্ট দিতেছি..... আপনেরা কন আমি এখন কি করমু? আমি তোতক্ষন গান গাই বইস বইসা.... পাড়াই ঢুকলে ঠ্যাং গুড়া করে দেব বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই না না না নারা না ! না না না! (মনে নাই) (বেশী বুঝদার লোকেরা বেশী কথা কইবেন না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।