আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ার ও মানুষ



কোন এক অন্য সময়ের অন্য সমাজের গল্প এটা। এক জায়গাতে ছিল অনেক গুলো চেয়ার আর ছিল কিছু মানুষ। চেয়ার গুলো কে কবে বানিয়েছিল তা কেউ জানত না। মানুষেরা ভাবত এই চেয়ারগুলো আছে তাদের সেবা করার জন্য। তাই তারা চেয়ারদের ব্যবহার করত ইছেমত।

আর চেয়ারগুলো, ওরাও পারত চিন্তা করতে, ভাব বিনিময় করতে। কিন্তু হাত পা নাই দেখে পারত না প্রতিবাদ করতে। এভাবে কেটে গেল বহুদিন। মানুষগুলোর কোন পরিবর্তন হলো না কিন্তু চেয়ারগুলো দিনেদিনে হয়ে গেল মলিন। মানুষ দেখল যে চেয়ারগুলো আস্তেআস্তেব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে কিন্তু আপাতঃ সুখের আশায় তাদের হুঁশ বলে আর কিছু রইল না।

এরপর আসলো সেইদিন । একজন মানুষ চেয়ারে বসতেই চেয়ারটা ভেঙ্গে পড়ল হুড়মুড় করে, আহত হলো মানুষটা। এই দৃশ্য দেখে কিছু মানুষের বোধোদয় হলো, তারা সচেতন করার চেষ্টা করল বাকিদের। তবুও বেশিরভাগ মানুষই এটাকে নিছক একটা দুর্ঘটনা বলেই ভাবল। কেউ এগিয়ে এলোনা চেয়ারগুলোর সামান্য যত্নকরতে।

চেয়ারগুলো দিনে দিনে হলো মলিণ থেকে মলিণতর । আর প্রায়শই ভেঙ্গে পড়তে লাগলো। এভাবে এমন এক দিন আসলো যখন আর কোন চেয়ারই রইল না, রইল শুধু মানুষ। এখন কি হবে ? এখন শালার মানুষ তুমি বইবা কিসে?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।