আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ার

আমার মুখোশ . . . সবার মুখোশ

বন্ধু চারটা চেয়ার ছিলো। চারটা মুখ, খই ফোটানো কথা, আইডিয়ার ছড়াছড়ি, ভালোবাসা আর প্রত্যয়। সময় বয়ে গেছে . . . তিনটা চেয়ার ছিলো . . . একটা খালি। তিনটা মুখ, জড়ানো তিনটা স্বপ্ন, চতুর্থ চেয়ারের দিকে তাকানো, দীর্ঘশ্বাস, পরপরই মাথা দুলিয়ে হাসি। সময় বয়ে গেছে . . . ভাঙা মন।

স্বান্তনা, মিথ্যে জেনেও বলা.. সবসময় পাশে থাকা, মিথ্যে জেনেও হাত ধরে ওঠা, প্রাণ হালকা করা হালকা হাসি, ভবিষ্যৎ নিয়ে কল্পনা। সময় বয়ে গেছে . . বন্ধু আমাদের একসাথের সময় গুলো আমার মনে মুক্তোর মত জ্বলজ্বলে। বড় হয়েছি অনেক, সময়ের আবর্তনে , ছেলে থেকে মানুষ হয়েছি ... কিন্তু "মানুষ" সন্দেহ নেই। আমি বিশাবাস করি, আমাদের একসাথের সময় গুলোই আমাদের বানিয়েছে আজকের মানুষ । আমরা আমাদের আলাদা আলাদা জীবনকে এগিয়ে নিযে যাবো।

আমি বিশ্বাস করি . . . না ... আমি জানি .. আমরা আমাদের জীবন গুলো কাটাবো পূর্ণতায়। কিন্তু.. প্রিয়বরেষু . . জেনে রেখো.. ওই চেয়ারগুলো কিন্তু আমাদের চেতনায় থেকে যাবে ... খালি .. কিন্তু স্বপ্নলোকের স্বপ্নকথা প্রকিধ্বনিত হতে থাকবে চিরকাল। একটা টোস্ট ... বন্ধু ... তোমার উদ্দেশ্যে, আমাকে সংগ দেয়ার জন্য, পৌছে দেয়ার জন্য, যেখানে আছি আজ আমি। আর ওই চেয়ার গুলোর উদ্দ্যেশ্যে .. যেগুলো আমাদেরকে অবলম্বন দিয়েছিলো আমাদের স্বপ্ন, ভালোবাসা আর দুঃখ গুলো ভাগাভাগি করতে। ওরা আগের মতোই থাকবে আমাদের ভবিষ্যতের সম্মিলনের অপেক্ষায়।

তোমার যাবার বেলায় .... মস্তো শুভকামনা। তোমার নতুন জীবনে যাত্রা শুভ হোক। ভালো থেকো। ( আমার অসম্ভব কাছের বন্ধুর চলে যাওয়ার সময় আমার লেখা ই মেইল। চশমা... তোর অনুমতি না নিয়েই এখানে দিয়ে দিলাম।

রাগ করিস না। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।