আমাদের কথা খুঁজে নিন

   

কখনো মুদ্রার এই পিঠ আবার কখনো ঐ পিঠ

ঘুমিয়ে পড়ার আগে......

রমজান তখন তিন কি চারটা পাশের বাসার মহিলাটা বাচ্চা হওয়ার সময় মারা গেল। ডাক্তারেরা কি কারণে জানি রক্ত বন্ধ করতে পারছিল না,পরে কিডনি ও ফেইলইউর... বাচ্চা টার জন্মের পর থেকেই মা বলতে কেউ রইল না। ভাবতেই মনটা জানি কেমন করে উঠে আমার জন্মের সময় ও তো এই ধরণের কিছু ঘটতে পারত... .......................................... আপন বোন তো কেউ নেই,ছোট কাল থেকেই আপন বোন এর মত করে যাদের কাছে পেয়েছি তাদের বড় জন, সাথে ডা.দুলাভাই আর আমার পিচ্চি মামাটা ঈদ করার জন্য চট্টগ্রাম আসছিল ঈদের দুই দিন আগে। বিকালে তাদের বাসাই আমার ইফতারী নিয়ে যাওয়ার কথা...তিনটার দিকে ফোন ফৌজদার হাটে তাদের কার এক্সিডেন্ট করেছে। বাসের সাথে ধাক্কা খেয়ে কার উল্টে গেল,গাড়ির সামনের অংশ একদম বটে গিয়েছে।

ড্রাইভার মারাত্মক ভাবে আহত হলো(এখন কিছুটা ভাল),বোনটার হাত ভাঙ্গল,ডা.সাহেব কে তিন সপ্তাহ বিছানাই শুয়ে থাকতে হবে আর আমার পিচ্চি মামাটা ভালই আছে। তবে গাড়ির অবস্থা দেখে বলতেই হচ্ছে আল্লাহা বড় বিপদ থেকে রক্ষা করেছে। ....................................... আজ প্রায় চার মাস(আমার সাথে দেখা হয় না প্রায় সাত মাস হয়) হতে চলল সিংগাপুরের বন্দরে "বঙ্গ বরাতে"(জাহাজ) আটকা পড়ে আছে কাছের একজন। "বঙ্গ বরাতে" তারা ২৭ জন অপেক্ষা করে আছে কবে প্রিয় বাংলাদেশে,প্রিয় মানুষ গুলোর সাথে দেখা করতে পারবে!হয়ত প্রতিদিন সকালে তাদের ঘুম ভাঙ্গে শুধুমাএ একটা খবর শুনার আশায় তাদের "বঙ্গ বরাত" নিলাম এ উঠবে আর শেষ হবে তাদের অপেক্ষার পালা। এবার ঈদ টা উনার দেশের বাড়িতেই করার কথা ছিল।

কিন্তু বাস্তবে হলো কি ঈদ এর দিন ¯স্পিড বোট না আশার কারণে"বঙ্গ বরাত" থেকে মাটিতেই নামার সুযোগ হলো না... ফোনে মানুষ টার সাথে কথা হলো কয়েক দিন আগে...উনি বললেন তোমরা কোন চিন্তা করিও না,আমরা খুব ভালো আছি আমদের এই "বঙ্গ বরাতে। "আসলেই কি প্রিয় মানুষ গুলো থেকে দুরে থেকে ভালো আছে তারা... ................................. ভুল জায়গায়,ভুল সময়ে কিছু কথা বলতে গিয়ে প্রিয় মানুষদের একজন কে এমন ভাবে কষ্ট দিলাম,তাকে কষ্ট দিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছি। মুখের ভাষা টা কবে যে নিয়এণ করতে পারব... ................................. টস করলে মুদ্রার যে কোন একপাস পড়বেই,তা মেনে নিয়েই গেম এর শেষ পর্যন্ত খেলে যেতে হবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.