আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ইফতারী

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আজ আমার জীবনে একটি অন্যরকম ঘটনা ঘটতে যাচ্ছে, খুব বেশী আহামরি তেমন ঘটনা নয়, খুবই সাধারণ, কিন্তু অন্য সব কিছুর তুলনায় আজ এই দিনটি আমার কাছে একটু অন্যরকম, অন্যরকম থেকে কিছুটা ব্যতিক্রম। জীবনের পার করে আসা ২৫ বছরের এই প্রথম ইফতার করতে যাচ্ছি বাসার বাহিরে। এর পূর্বে যেকোন সময় যেভাবেই হোক বাসায় বাবা-মা ও ভাই পরিবারের সবার সাথেই করেছি। আজ অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনভাবে সম্ভব হয়নি, অগত্যা অফিসেই করতে হচ্ছে। বোঝা-না বোঝার সেই ছোট্টবেলা, কৈশোর, স্কুল কলেজ পার করা সেই সময়ের সেসব স্মৃতিগুলো আজ মনে পড়ছে, বাড়িতে মা-কে ইফতারির সময় কত না সাহায্য করেছি, পেয়াজের ঝাঝে যখন চোখ দিয়ে কান্না না করেও জল গড়িয়ে পড়ত মা চোখে ভাব দিতেন, বাবা সে কি ব্যস্ততা, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। আজ সময়ের টানে কর্মব্যবস্তায় নিজেকে সবসময়ের ব্যস্ত এ জীবনে, রাখতেই হবে, কিন্তু বাবা-মাকে সেই ছোটবেলার মত সুযোগ করে ইফতারির সময়টুকুতেও সময় হয়ে উঠছেনা, তাই অন্য রকম অনুভূতি নিয়ে আজ অফিসেই ইফতারি করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।