আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৬০



'গোষ্ঠী' শব্দে গরু শেষ পর্যন্ত মানুষ হয়ে গেছে! সংস্কৃত 'গোষ্ঠ' থেকে গোষ্ঠী শব্দের সৃষ্টি। গোষ্ঠ মানে গো-সমূহের স্থান বা যেখানে গরুর পাল থাকে। এ কারণে সংস্কৃতে গোষ্ঠপ্রধান মানে গোশালার অধ্যক্ষ বা রক্ষণাবেক্ষণকারী। কিন্তু বাংলায় গোষ্ঠীপ্রধান মানে বংশ, পরিবার বা আত্মীয় সমাজের প্রধান কর্তা। আর গোষ্ঠী মানে পরিবার, জ্ঞাতি, আত্মীয় স্বজন, দল, সম্প্রদায় ইত্যাদি। এ কারণে গোষ্ঠীসুখের অর্থ গরুর সুখ না হয়ে হয়েছে আত্মীয়-পরিজনের সঙ্গ-সুখ বা আড্ডার আনন্দ। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।