আমাদের কথা খুঁজে নিন

   

মাজার অতি লাভজনক এক ব্যবসার নাম- ৪

বন্ধ জানালা, খোলা কপাট !

হ্যাঁ,মধ্যরাতে আগুনের লেলিহান শিখায় ভস্ম হয়ে যাওয়া ল্যাংটা বাবার মাজারের টিন ফোটার ফটাফট শব্দের মতই ফটাফট শব্দে যেন মোকাব্বর মুন্সির পাঁজর ভেঙ্গে পড়ল । মাজার পোঁড়া ছাই-ভস্ম দেখে, তিনি লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে আহাজারি করতে লাগলেন,-"গজব পড়বো রে গজব ! আল্লাহর পেয়ারের বান্ধার এতো বড় ক্ষতি আল্লাহ বরদাশত করবো না রে; বরদাশত করবো না !" আহাজারিরত মোকাব্বর মুন্সিকে তার একদল অনুগত ভক্ত ঘিরে ধরল । তাদের কন্ঠে ক্ষোভ ঝরে পড়ল, "মুন্সি ভাইজান ! আমরা আবার গড়ুম ! ল্যাংটা বাবার শান্তির জন্য আমরা সব করতে রাজি । দেহি কেডায় ঠেকায় !" ভক্তদের জোশ দেখে মোকাব্বর নিজেও একটু শক্তি খুঁজে পান, ধীরে ধীরে এইবার তিনি উঠে দাঁড়ান।

নাহ্‌,যদি কোনো বনি আদম ভেবে থাকেন যে,-'আহা বেচারা মোকাব্বরের ব্যবসায় বুঝি এইবার কিঞ্চিত ধ্বস নামিল !' তাহলে বিরাট ভুল করলেন। মোকাব্বারের ভাঙ্গা পাঁজরের কিন্তু যথোপযুক্ত চিকিত্তসা হলো। সে চিকিত্তসায় মোকাব্বারের ভাঙ্গা পাঁজর যে শুধু জোরা লাগল তা-ই না । সেই সাথে পুরনো রোগ-বিমারিও সেরে গেল । অর্থাত্ত কিনা ছাই ভস্ম থেকেই মোকাব্বর নতুন করে (ব্যবসা ) স্বপ্ন গড়ে তুললেন ।

তার সেই স্বপ্ন বাস্তবায়নে সহযাত্রীর অভাবও হলোনা আর ! দূর-দূরান্তে ল্যাংটা বাবার ভক্তকূলতো আর কম না ! তাদের শত শত হাতের হাজার হাজার আঙ্গুল সাহাযার্থে এগিয়ে এলো। দিল দরিয়া সেইসব ভক্তকূলের অনুদানে এইবার ল্যাংটা বাবার একখানা পাকা বন্দোবস্ত হয়ে গেল ! অর্থাত্ত, সুদর্শন গম্বুজ সমেত একখানা পাকা দালান তরতর করে দাঁড়িয়ে গেল ! ল্যাংটা বাবার মাজার যেন এবার সত্যিকারের মাজারের রূপলাভ করল । "রাব্বুল আলামিন গো,তুমি বড়ো দয়াময় গো ! তুমি বড়ো দয়াময় !!" ভীষণ পুলকে এভাবেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন মোকাব্বর মুন্সি । মোমবাতি,আঘরবাতি আর ধূপের ধোঁয়ায় আচ্ছাদিত সেই দালান ঘরে দাঁড়িয়ে চেখ মুদে মোকাব্বর মুন্সি হিসেব মিলান,--"নাহ্‌,খরচ হয় নাই ! বাবার কৃপায় অর্জিত দানবক্সের পয়সাগুলোর প্রায় সবটাই তার কাঠের সিন্ধুকে গচ্ছিত রয়ে গেছে !" কৃতজ্ঞ মোকাব্বর মুন্সি এইবার বাবার কবরে সেজদায় পড়ে যান...! চলবে....?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.