আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় মিডিয়ায় ইন্দো-বাংলাদেশ ক্রিকেট

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

'ডোন্ট মেস উইথ দ্য টাইগার'_ বাঘের সঙ্গে পাল্লা নিতে যেও না, তখন গুলিয়ে যাচ্ছে এটা কোথাকার বাঘ? পদ্মার দিকের নাকি বেহালার?' ভারত-বাংলাদেশ ম্যাচের সময় গ্যালারিতে হয়তো কোনো ব্যানার দেখে এ প্রশ্ন তুলেছেন গৌতম ভট্টাচার্য। পোর্ট অব সঙ্েন থেকে তিনি গতকাল আনন্দবাজার পত্রিকার জন্য এ লড়াইয়ের খবর পাঠান। '11 বাঙালির দাপটে ধরাশায়ী ভারত, মাঠে মারা গেল এক বাঙালির লড়াই। ' বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের খবরে এ শিরোনাম করেছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা। 1979 সালের পর কোনো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এতো কুৎসিত ক্রিকেট খেলেনি ভারত এমনই ন্তব্য এ দৈনিকটির।

নাটকীয় ইন্ট্রোতে লেখা হয়েছে, চারটে লোপ্পা ক্যাচ হাতছাড়া, প্রবীণদের ক্রিকেটমানোচিত গ্রাউন্ড ফিল্ডিং এবং কুৎসিততম অধিনায়কত্ব। মিলেজুলে ভারত দুঃস্বপ্নের বিশ্বকাপ অভিযানের খাদে দাঁড়িয়ে। বাংলাদেশের 'মাইর্যা ফেলুম, কাইট্যা ফেলুম' ক্রিকেটীয় ক্রিকেটীয় ব্রান্ডের চ ড়ান অভিলাষ সিদ্ধিতে আর চাই 32 রান। হাতে 7 উইকেট। সৌরভরা এই অবস্থা থেকে উদ্ধার পেলে হার্সেল গিবসের ছ' বলে ছ'টা ছয় ছাপিয়ে ক্যারিবিয়ান বিশ্বকাপে সেরা অঘটন ঘটবে'।

আনন্দবাজার মন ব্য করেছে, 'পদ্মাপারেব এই টিম অনেক পেশাদার। গতকাল আনন্দবাজার ছাড়া কলকাতার অন্য কোনো দৈনিকে খেলার পুরোটা সংবাদ প্রকাশিত হয়নি। গতকাল ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের এ জয়ের খবর দেয়ার পাশাপাশি মানজুরুল রানার কথাও ভোলেননি তারা। বেশ কয়েকটি দৈনিকেই রানাকে নিয়ে সাইড স্টোরিও লেখা হয়েছে। অধিকাংশ ভারতীয় অনলাইন দৈনিকই এপিসহ অন্য আন র্জাতিক বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এ ম্যাচের খবর প্রকাশ করেছে।

'ভিক্টোরি এগেন্সট ইন্ডিয়া ওভারহেলমস বাংলাদেশ' শিরোনামে প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, ভারতকে হারিয়ে থেমে থাকতে চায় না হাবিবুল বাশারের দল। এদিকে দ্য হিন্দুস্তান টাইমস 'ডিফিট টু বাংলাদেশ প্রোবাবলি দ্য ওর্সট, সেস দ্রাবিড়' শিরোনামে এ প্রতিবেদন প্রকাশ করে। এ হেরে যাওয়ার কারণ হিসেবে খারাপ ব্যাটিংয়ের পাশাপাশি টস ভাগ্যকেও দায়ী করেছেন দ্রাবিড়। 'বাংলাদেশ রুট ইন্ডিয়া বাই ফাইভ উইকেটস' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের যে ফর্ম, তাতে পোর্ট অব সঙ্েনে আরো এক দফা প্র্যাকটিস ম্যাচ খেলা দরকার।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.