আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন !

পরিবর্তনের জন্য লেখালেখি

ভালোবাসি জীবনকে, মানুষের পবিত্রতম রূপ আর মনুষ্যত্বের সীমাহীন সম্ভাবনাকে। শিশুদের জন্য একটা নিরাপদ পৃথিবী গড়ে দেওয়ার শুরু-আমার লক্ষ্য। আমি সর্বভূক প্রকৃতির। গান,কবিতা,বই,মুভি,বেড়ানো,খেলাধুলা- কোনটাতেই অরুচি নেই। খাওয়ার মধ্যে খাইনা তিতা আর আজাইরা প্যাঁচাল।

বনেদী নেশাতে আক্রান্ত বলেই হয়তো তামাক,পান, মদিরা বা যৌনতায় নেশা ধরে না। জীবনকে প্রত্যেকটা অবস্থান থেকে বোঝার চেষ্টা করাটা নেশা। তাই মানুষের মগজ থেকে শুরু করে মহাকাশ নিয়ে গবেষনা চলে , চলে নিরন্তর আত্মখনন। বুদ্ধিদীপ্ত, শিল্পপাগল , প্রবল কৌতুকবোধ আর প্রবল প্রাণশক্তি - এমন লড়াকুমানুেষর া আমাকে ভীষণ আকৃষ্ট করে। সততা, ভদ্্রতা, বুদ্ধি, জ্ঞানের পিপাসা, আর হাসাতে পারার গুণ থাকলে আমাকে সারাজীবন পাশে পাওয়া যাবে।

আমার প্রিয় মানুষ গুলোকে বুকের মধ্যে আগলে রাখতে পছন্দ করি। আমার হৃদয়ে যদি একবার প্রবেশ করতে পারো, আমি তোমার জন্য জানবাজি রাখবো,বন্ধু। সম্পর্কের ক্ষেত্রে একটাই নিয়ম, সৎ হতে হবে। তুমি কি , জরুরী নয়, তুমি যা ভিতরে, তুমি তাই প্রকাশে- এইটা জরুরী। "জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো" "কিছু স্বপ্ন নিয়ে যাও চোখে তা রেখে দাও কেমন করে ভালোবাসা কখন আসে কেউ তা জানে না কেউ কইতে পারে না, ও কেউ সইতে পারেনা" "ভালো না বাসিবে যদি , ভালো বাসিতে দিও যদি দূরে থাকো, তবু কাছে আসিতে দিও" " এ নদী এমন নদী , জল চাই একটু যদি দু'হাত ভরে উষঞ বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া , সোহাগে ভরলে হিয়া কেবলই , বিদ্্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।