আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় উপমহাদেশে নতুন প্রজাতির পাখী আবিষ্কার

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

লিওচিক্লা (Liocichla) গোত্রের এই নতুন প্রজাতিটি সন্ধান মিলেছে ভারতের অরুনাচল প্রদেশের ঈগলনেস্ট ওয়াইল্ডলাইফ অভয়ারন্যের আশেপাশের এলাকায়। Ramana Athreya ও Indi Glow নামে দু'জন ভারতীয় পাখী গবেষক পাখিটিকে খুঁজে বের করেন। গত সেপ্টেম্বর (2006) মাসের 12 তারিখ আনুষ্ঠানিক ভাবে পাখীটির নাম ঘোষনা করা হয় এবং এর নাম দেয়া হয় বুগান লিওচিক্লা (Bugun Liocichla)। 1948 সালের পর এই প্রথম ভারতের মূল ভূ-ভাগ থেকে আবিষ্কৃত হলো কোন নতুন প্রজাতি। পাখীটির বৈজ্ঞানীক নাম Liocichla bugunorum। Sylviidae ফ্যামিলির এই পাখীটির আরও তিনটি প্রজাতি পূর্বেই আবিষ্কার হয়েছে । সে তিনটির মধ্যে Red-faced Liocichla, পাওয়া যায় হিমালয় এবং উত্তর পূর্ব ভারতে, Steere's Liocichla পাওয়া যায় তাইওয়ানে এবং Omei Shan Liocichla পাওয়া যায় চীনের সেচুযান এ। নতুন এই প্রজাতির সাথে বিলুপ্ত প্রায় Omei Shan Liocichla প্রজাতিটির যথেষ্ট মিল আছে। ছবিঃ Ramana Athreya, Pune. India. তথ্য সূত্রঃ [link|http://www.kolkatabirds.com/|KjKvZv evW

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.