আমাদের কথা খুঁজে নিন

   

ঝরাপাতা

তেপান্তরের আহাবনে আজ হারায়ে দেখো...

সত্যিই অদ্ভুত নদী। পৃথিবীতে এই নদীর মতো এখন আর কিছুকে এত ভালোবাসি না। কান পেতে ওর কুলকুল ধ্বনি শুনি, অপলক দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকি! এই নদীর কাছ থেকে আমি সর্বদাই কিছু না কিছু শিখতে পাই। নদীর কাছ থেকে কত কি শেখার আছে! এরই মাঝে দেখতে পাই নিজের ছায়া। এর মনের এক কোনে আছে গভীর প্রশান্তি, অন্য কোনে আছে চির আঁধার। যখনই সে একটু একা থাকতে চায়, তখনই প্রবেশ করে সেই আঁধারে। ঠিক আমার মত। জানিনা নিজের সাথে ছায়ার মিশ্রন ঘটালে সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ি কেন? বড় ক্লিশ যে আমি! ঠিক এর উপর ভাসমান ঝরাপাতা যেন। ভেসে চলেছি অনন্তকাল ধরে...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।